মানিকগঞ্জে ব্যবসায়ী মাজম আলী বেপারী হত্যা মামলায় মা-ছেলেসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাজম আলী সদর উপজেলার দক্ষিণ চর মকিমপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
সোমবার (১৮ মার্চ) দুপুরে আসামিদের উপস্থিতিতে মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মথুর নাথ সরকার কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার দক্ষিণ মকিমপুর গ্রামের হাবিয়া বেগম, তার ছেলে মো. সোহাগ, শাহিনুর ইসলাম, নাধন ও একই উপজেলার মত্ত ঢাকুয়া পাড়া গ্রামের বাসিন্দা মো. আলমগীর।
এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ আগস্ট রাতে ব্যবসায়ী মাজম বেপারীকে সোহাগ ডেকে নিয়ে যায়। পরদিন সকালে সোহাগদের বাড়ির পাশ থেকে মাজমের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী জেলেকা বেগম সদর থানায় আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলা করেন।
সদর থানার ওসি মো. আমিনুর রহমান ২০১৬ সালের ২৯ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক সাক্ষ্যগ্রহণ শেষে তিনজনকে খালাস এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
মন্তব্য করুন