বাগেরহাটের মোরেলগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ৬০০ পরিবারে মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া রমজানের উপহার সামগ্রী বিতরণ শুরু হয়েছে। সোমবার (১৮ মার্চ) বেলা ১১টায় স্থানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ কুঠিবাড়ি আশ্রয়ণের বাসিন্দাদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন খাদ্যদ্রব্য তুলে দেন।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক, কাউন্সিলর অলিউর রহমান সুজন, সাবেক কাউন্সিল জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা মো. হাসিব খান ও রাসেল হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চিনি, ছোলা, সেমাই, ডাল, তেলসহ ৮ ধরনের পণ্য।
মন্তব্য করুন