ফরিদপুরের বোয়ালমারীতে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে (১৫) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. মারজুম মৃধা (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী ফায়ার সার্ভিসের বিপরীত পাশের এক বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মারজুম মৃধা উপজেলার চতুল ইউনিয়নের বাইখির পশ্চিমপাড়া গ্রামের রফিক মৃধার ছেলে। বুধবার (২০ মার্চ) সকালে গ্রেপ্তারকৃত আসামিকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
উপজেলার বনচাকি মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েটির মা ১৪ বছর আগে মারা যান এবং বাবা দুবাই প্রবাসী। সে মামা বাড়ি থেকে পড়ালেখা করে। গত ১০ ফেব্রুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে মারজুম মৃধা মেয়েটিকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
গত ১৬ ফেব্রুয়ারি ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর খালুর দায়ের করা মামলায় মারজুম মৃধাকে একমাত্র আসামি করা হয়। ঘটনার পর থেকে মারজুম মৃধা পলাতক ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি শহিদুল ইসলাম কালবেলাকে বলেন, গতকাল রাতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন