দিনাজপুরের বিরামপুরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক। অন্যদিকে ফেস্টুন ব্যানারে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক ও হাটবাজার। সোশ্যাল মডিয়ায় সম্ভাব্য প্রার্থীরা ছবিসহ পোস্ট দিয়ে চেয়েছেন দোয়া এবং এলাকাবাসীকে জানিয়েছেন শুভেচ্ছা। পাশাপাশি প্রচারণায় সক্রিয় হয়ে উঠেছেন সমর্থিত কর্মীরা।
জানা গেছে, বিরামপুর উপজেলায় এবার আওয়ামী লীগের সাতজন ও জামায়াতের একজনসহ মোট আটজন সম্ভাব্য প্রার্থী উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে এই আট প্রার্থীই সোশ্যাল মিডিয়াসহ সরাসরি দোয়া ফেস্টুনে প্রচারণা শুরু করেছেন।
সম্ভাব্য ৮ প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান খায়রুল ইসলাম রাজু, সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ কবির, বিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. সোহেল রানা, সাবেক যুবলীগ সভাপতি অ্যাড. দোলেয়ার হোসেন, আওয়ামীগ নেতা ও মোটরসাইকেল ব্যবসায়ী মতিয়ার রহমান, বর্তমান জেলা পরিষদের সদস্য মোজাহার আলী, জোতবানী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাহাজান আলী মণ্ডল, জেলা জামায়াতের সেক্রেটারি ও বিরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুহাদ্দিস ড. এনামুল হক।
বিরামপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান খায়রুল ইসলাম রাজু জানান, উপজেলা নির্বাচনে দলীয় কোনো প্রতীক না থাকলেও দলের পক্ষ আমার পক্ষে যথার্থ সমর্থন রয়েছে, আমি আশা করছি আবারও বিজয়ী হবো।
অন্যদিকে সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ কবির জানান, বর্তমানে আমার তুলনামূলক জনসমর্থন রয়েছে। তাছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যদি আমাকে সমর্থন করেন তাহলে আমি আবারও চেয়ারম্যান হবো ইনশাআল্লাহ।
বিরামপুর উপজেলার নতুন মুখ অ্যাড. সোহেল রানা দৈনিক কালবেলাকে বলেন, দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য এমপি শিবলী সাদিকসহ এলাকাবাসীর দোয়া ও সমর্থন রয়েছে। আসন্ন উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভের আশা বাদী আমি। যদি বিজয়ী হই এলাকার উন্নয়নসহ গরিব দুঃখী মানুষের সেবায় আত্ম নিয়োগ করব। জেলা জামায়াতের সেক্রেটারি ও বিরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুহাদ্দিস ড. এনামুল হক বলেন, নির্বাচন আবাধ ও সুষ্ঠু হলে এ উপজেলায় আমি বিজয়ী হবো। আমার বিজয়কে কেউ ঠেকাতে পারবে না। কারণ এ উপজেলায় আমার ব্যাপক জনসমর্থন রয়েছে।
এ ছাড়া সম্ভাব্য অন্যান্য প্রার্থীরা সবাই তাদের দলীয় সমর্থন ও জনসমর্থন রয়েছে বলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়ে বিজয়ী হওয়ার আশা প্রকাশ করছেন।
মন্তব্য করুন