বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
উপজেলা নির্বাচন

ফেস্টুন ব্যানারে ছেয়ে গেছে হাটবাজার

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ফেস্টুন ব্যানারে সরগরম। ছবি : কালবেলা
উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ফেস্টুন ব্যানারে সরগরম। ছবি : কালবেলা

দিনাজপুরের বিরামপুরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক। অন্যদিকে ফেস্টুন ব্যানারে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক ও হাটবাজার। সোশ্যাল মডিয়ায় সম্ভাব্য প্রার্থীরা ছবিসহ পোস্ট দিয়ে চেয়েছেন দোয়া এবং এলাকাবাসীকে জানিয়েছেন শুভেচ্ছা। পাশাপাশি প্রচারণায় সক্রিয় হয়ে উঠেছেন সমর্থিত কর্মীরা।

জানা গেছে, বিরামপুর উপজেলায় এবার আওয়ামী লীগের সাতজন ও জামায়াতের একজনসহ মোট আটজন সম্ভাব্য প্রার্থী উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে এই আট প্রার্থীই সোশ্যাল মিডিয়াসহ সরাসরি দোয়া ফেস্টুনে প্রচারণা শুরু করেছেন।

সম্ভাব্য ৮ প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান খায়রুল ইসলাম রাজু, সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ কবির, বিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. সোহেল রানা, সাবেক যুবলীগ সভাপতি অ্যাড. দোলেয়ার হোসেন, আওয়ামীগ নেতা ও মোটরসাইকেল ব্যবসায়ী মতিয়ার রহমান, বর্তমান জেলা পরিষদের সদস্য মোজাহার আলী, জোতবানী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাহাজান আলী মণ্ডল, জেলা জামায়াতের সেক্রেটারি ও বিরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুহাদ্দিস ড. এনামুল হক।

বিরামপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান খায়রুল ইসলাম রাজু জানান, উপজেলা নির্বাচনে দলীয় কোনো প্রতীক না থাকলেও দলের পক্ষ আমার পক্ষে যথার্থ সমর্থন রয়েছে, আমি আশা করছি আবারও বিজয়ী হবো।

অন্যদিকে সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ কবির জানান, বর্তমানে আমার তুলনামূলক জনসমর্থন রয়েছে। তাছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যদি আমাকে সমর্থন করেন তাহলে আমি আবারও চেয়ারম্যান হবো ইনশাআল্লাহ।

বিরামপুর উপজেলার নতুন মুখ অ্যাড. সোহেল রানা দৈনিক কালবেলাকে বলেন, দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য এমপি শিবলী সাদিকসহ এলাকাবাসীর দোয়া ও সমর্থন রয়েছে। আসন্ন উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভের আশা বাদী আমি। যদি বিজয়ী হই এলাকার উন্নয়নসহ গরিব দুঃখী মানুষের সেবায় আত্ম নিয়োগ করব। জেলা জামায়াতের সেক্রেটারি ও বিরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুহাদ্দিস ড. এনামুল হক বলেন, নির্বাচন আবাধ ও সুষ্ঠু হলে এ উপজেলায় আমি বিজয়ী হবো। আমার বিজয়কে কেউ ঠেকাতে পারবে না। কারণ এ উপজেলায় আমার ব্যাপক জনসমর্থন রয়েছে।

এ ছাড়া সম্ভাব্য অন্যান্য প্রার্থীরা সবাই তাদের দলীয় সমর্থন ও জনসমর্থন রয়েছে বলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়ে বিজয়ী হওয়ার আশা প্রকাশ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

১০

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১১

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১২

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৩

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৪

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৬

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৭

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৮

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৯

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

২০
X