কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে রোববার (২৪ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিসের ডু্বুরিরা মরদেহ তিনটি উদ্ধার করে।
এ নিয়ে মোট ছয়জনের মরদেহ উদ্ধার করা হলো। এ ঘটনায় এখনো আরও ৩ জন নিখোঁজ রয়েছেন। ভৈরব নৌপুলিশের ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বেলা ১২টার দিকে ভৈরব মেঘনা নদীতে উদ্ধার অভিযানের তৃতীয় দিনে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী নৌযান অগ্রণীর মাধ্যমে উত্তোলন করা হয়। পরে উদ্ধারকৃত ট্রলারটি আশুগঞ্জের চর সোনারামপুর চরের তীরে রাখা হয়।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর উপপরিচালক উবায়েদুল করিম খান জানান, ডুবে যাওয়া ট্রলাটি দীর্ঘ চেষ্টার পর পানিতে ভাসমান করার পর বেলা ১২টার দিকে চেইন কপ্পার সাহায্যে মেঘনার পাড়ে তোলা হয়েছে। দুর্ঘটনায় এখনো নিখোঁজ তিনজনের লাশ উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত ২২ মার্চ সন্ধ্যায় ভৈরবের মেঘনা নদীতে ১৬-২০ জন যাত্রী নিয়ে সুন্দরবন নামে পর্যটকবাহী একটি নৌকা বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। ঘটনার পরদিন শনিবার (২৩ মার্চ) দুপুরে ৫ ঘণ্টা উদ্ধার অভিযানে দুজনের লাশ উদ্ধার করা হয়।
মন্তব্য করুন