নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ডাকাতির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতির প্রস্তুতিকালে আটি ওয়াপদা কলোনি শীতলক্ষ্যা নদী সংলগ্ন পরিত্যক্ত মনোয়ারা জুট মিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ওসি আবু বকর সিদ্দিক। তার আগে গত সোমবার দিবাগত গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আটি ওয়াপদা কলোনি এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৭), মৃত জব্বার মুন্সির ছেলে আজিজুল হক (২১), দেলোয়ার হোসেনের ছেলে মো. মুছা (২১), বাচ্চু শেখের ছেলে মো. আফিজ (২৪) ও আনোয়ার হোসেনের ছেলে আদনান (২২)।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি রাম দা, দুটি তলোয়ার, একটি চাকু, সুইস গিয়ার, মুখোশ, লোহার রড ও লাঠি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ডাকাতি করার জন্য পরিত্যক্ত মনোয়ারা জুট মিল এলাকায় ডাকাত দলের সদস্যরা সঙ্গবদ্ধ হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন