ডাকাতির সময় ডাকাত দলকে ঘেরাও করে এলাকাবাসী। এসময় গণধোলাইয়ে হিরাজ মিয়া (৪০) নামে এক ডাকাত সর্দার নিহত হয়। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের লাখাই উপজেলায়। এ ঘটনায় অপর একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
নিহত ডাকাত হিরাজ মিয়া (৪৫) হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের জজ মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার মাদনা রোডের জন্দ্রনিয়া ব্রীজের পাশে একদল ডাকাত কয়েকটি মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করছিল বলে জানান এলাকাবাসী।
তারা আরও জানান, এ সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে হিরাজ মিয়াসহ অন্যান্য ডাকাতদেরকে গণপিটুনি দেয় এবং মস্তু মিয়া নামে অপর এক ডাকাতকে আটক করে। গুরুতর আহত অবস্থায় হিরাজ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি মো. আবুল খায়ের বলেন, আটক ডাকাত মস্তু মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত ডাকাত হিরাজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি ডাকাতির মামলা রয়েছে। এ সময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়।
মন্তব্য করুন