ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে নেই কার্যত তদারকি

ডিমলার ফলের বাজার। ছবি : কালবেলা
ডিমলার ফলের বাজার। ছবি : কালবেলা

নীলফামারীর ডিমলায় দিন দিন নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। পবিত্র রমজান মাসেও দ্রব্যমূল্য বৃদ্ধি অব্যাহত থাকলেও প্রশাসনের বাজার তদারকি বা ভ্রাম্যমাণ আদালতের দৃশ্যমান কোনো কার্যক্রম এখনো চোখে পড়েনি। ফলে অসাধু ব্যবসায়ীরা বাজারে সরবরাহের কৃত্রিম সংকট দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় পণের মূল্য বৃদ্ধি করে ফাঁয়দা হাসিল করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ এবং ফুলেফেঁপে উঠছে ব্যবসায়ীরা।

শুক্রবার (২৯ মার্চ) বিভিন্ন বাজার ঘুরে মাংসসহ সবজির কোনো দোকানে পাওয়া যায়নি মূল্য তালিকা।

এ ছাড়া বিভিন্ন কোম্পানির ভোগ্যপণ্য যেমন চাল-ডাল, গরম মসলা, কলা, খেজুর, আপেল, আঙ্গুর, মাছ, ডিম, গরু-খাসি ও ব্রয়লার মুরগির মাংস, সবজি, আদা, রসুন, দুধসহ বিভিন্ন নিত্যপণ্যের কৃত্রিম সংকট দেখা দিয়েছে বাজারে।

দাম বাড়ার কারণ জানতে চাইলে ফল ব্যবসায়ী রমজান আলী বলেন, আমরা দাম বাড়াইনি, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এখানে আমাদের কি করার আছে!

ফলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে আসা শ্রমজীবী জুলহাস মিয়া বলেন, গত কয়েকদিন আগেও যেসব পণ্যের দাম হাতের নাগালে ছিল, কিন্তু রমজান মাসে হঠাৎ করে সেগুলোর দাম বেড়ে গেছে। বিশেষ করে বিভিন্ন ফলের দাম অনেক বেড়েছে। এমন চলতে থাকলে ক্রেতারা কীভাবে বাজার করবে। রমজান মাসে ইফতার করবে?

বাজারে দেখা যায়, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারে ব্যাপক চাহিদা বৃদ্ধি পায়। এ অবস্থায় অসাধু ব্যবসায়ীরা সরবরাহ সংকটের অজুহাতে প্রতিটি ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধি করে দেন। ফলে বর্তমানে চালের প্রতি বস্তায় (৫০ কেজি) ১০০-২০০ টাকা, ৯০ টাকা কেজির মুশুর ডাল ১১০ টাকা, ৯০ টাকার ছোলা ১১০ টাকা, ১৩৪ টাকার পামওয়েল ১৪২ টাকা, ৫৬ টাকার বেসন ৯৫ টাকা, ৫২ টাকার এ্যাংকর ডাল ৭৮ টাকা, ১০ টাকার লেবু ৪৫-৫০ টাকা, ২৫ টাকার আলু ৫০ টাকা, পেঁয়াজ কেজি প্রতি ১০-১৫ টাকা, রসুন কেজি প্রতি ৩০-৪০ টাকা, আদা প্রতি কেজিতে ৫০-৬০ টাকাসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা।

এদিকে মসলা জাতীয় পণ্যসহ প্রায় প্রতিটি পণ্য মূল্যের ঊর্ধ্বগতি থাকলেও প্রশাসনের নেই বাজার তদারকি বা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম। ফলে যে যেভাবে পারছেন মূল্য বৃদ্ধি করে ফায়দা হাসিল করছেন।

ক্রেতারা বলছেন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কার্যত প্রশাসনের বাজার তদারকি না থাকায় দিন দিন বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। নিত্যপণ্যের দাম বাড়ার বিষয়ে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা, তাদের দাবি প্রয়োজনের তুলনায় সরবরাহ কম থাকায় পাইকারি বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা বাড়ছে।

গয়াখরিবাড়ি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, বাজার নিয়ন্ত্রণে কোনো তদারকি হচ্ছে না, সব ধরনের জিনিসের দাম বেড়ে গেছে। ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে ভোক্তারা অসহায় হয়ে পড়েছে। পাইকারি বাজার থেকে বিক্রেতারা যে মূল্যে পণ্য কিনে আনেন তার চেয়ে অনেক বেশি দামে বিক্রি করেন নানা অজুহাত দেখিয়ে। রমজান মাসে এভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নাগালের বাইরে চলে গেছে। দ্রুত বাজার তদারকির প্রয়োজন।

শুটিবাড়ি বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল বাতেন বলেন, সরবরাহ সংকট থাকায় কিছুটা মূল্য বৃদ্ধি হয়েছে। তবে আমরা নিয়মিত বাজার তদারকি করছি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম বলেন, কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক যে ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে আমরা সেটি নিয়েই মাঠপর্যায়ে কাজ করছি। চলতি মাসে দুটি অভিযান পরিচালিত হয়েছে। আগামীতে আরও হবে।

ডিমলা ইউএনও উম্মে সালমা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনশীল পর্যায়ে রাখতে সকলের সমন্বয়ে কাজ করছি। ভ্রাম্যমাণ আদালতসহ বাজার তদারকি চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি 

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব

আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার ৩ আসামি কারাগারে

প্রকল্প পাস হলে বাস্তবায়নের ধার ধারে না : পরিকল্পনা সচিব

বেগম খালেদা জিয়া জাতির সম্পদ : খোকন

২০২৬ বিশ্বকাপ নিয়ে জোকোভিচের চমকপ্রদ ভবিষ্যদ্বাণী

সাবেক এমপি জয়সহ ৫ জনের ৮৬ ব্যাংক হিসাব ফ্রিজ  

২০২৬ সালের হজে ফটোগ্রাফি নিষিদ্ধের গুজব

সিটির বিপক্ষে ম্যাচের আগে এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল

৩৮ দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

১০

পুলিশে বড় রদবদল

১১

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের দুই গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দ

১২

ছিনতাই হওয়া ট্রাকসহ ৭০ ব্যারেল তেল উদ্ধার

১৩

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালকসহ নিহত ২

১৪

বিশ্বজিৎ হত্যার বিচার নিশ্চিত করতে আইনি সহায়তা দিতে চায় জবি শিক্ষক সমিতি

১৫

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১০.৩২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি 

১৬

প্রতিদিন তুলসী পাতা ভেজানো পানি খেলে কী হয়? জানলে অবাক হবেন

১৭

দুর্নীতির লাগাম টানায় বিএনপির ‘ট্র্যাক রেকর্ড’ আছে : তারেক রহমান

১৮

১০ বছরের অপেক্ষার পর একসঙ্গে ৫ সন্তানের জন্ম

১৯

ঋতু পরিবর্তনের সময় কিছু মানুষ কেন অসুস্থ হয়ে পড়ে? যা বলছে বিজ্ঞান

২০
X