আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ তালুকদার আব্দুল খালেকের পক্ষে গণসংযোগ ও ভোট চেয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম।
শনিবার (১০ জুন) বেলা ১১টায় নগরীর মোস্তর মোড়, রায়ের মহল, বড় বয়রা বাজার, ছোট বয়রা, নিউমার্কেটসহ সোনাডাঙ্গা এলাকায় জিএম মাহবুবুল আলমের নেতৃত্বে কয়রা-পাইকগাছার বিভিন্ন পর্যায়ের নেতারা নৌকার পক্ষে গণসংযোগ ও ভোট চান।
এ সময় আরও উপস্থিত ছিলেন—পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিজয় কুমার সরদার, পাইকগাছা পৌরসভা আওয়ামী লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, পাইকগাছা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এস এম শামসুর রহমান, লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব বাবু বিভূতি ভূষণ সানা, কয়রার আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর ঢালী, কয়রার সাবেক জেলা পরিষদ সদস্য জহুরুল হক বাচ্চু, অ্যাডভোকেট শিবু প্রসাদ, কৃষ্ণপদ মন্ডল, কয়রা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আল আমিন ইসলাম, সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম রাবু, কয়রার খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজের সাবেক সভাপতি ফরহাদ আহম্মদ স্বাধীন, মহানগর ছাত্রলীগের গণশিক্ষাবিষয়ক সম্পাদক এস আর বিল্লাল, সাগর খান, মহাইমিন সৌরভ, রাজীব আহম্মেদ রাজু, আল আমিন ইসলাম, রাছেল, ইমরান হোসেন বাবু, আরিফ প্রমুখ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন