ঢাকার ধামরাইয়ে সেহরি রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধে তিনজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (১ এপ্রিল) সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর রিফফাত আরা।
মো. নুরুল ইসলামের ছেলে আজ ভোর রাতে সোহাগ হোসেন (১৮) মারা যান। এ ছাড়া গত রাতে মো. নুরুল ইসলাম ও তার স্ত্রী সুফিয়া বেগম (৫০) মারা যান। বেঁচে রইলেন পরিবারের একমাত্র মেয়ে নিশরাত জাহান সাথী (২২)।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৬ মার্চ রাত সাড়ে ৩টার দিকে এলপিজি গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়ে ও ফ্ল্যাটটিতে গ্যাস জমে ছিল। সেহরির জন্য রান্না করার সময় আগুন জ্বালাতেই রান্না ঘরে ছড়িয়ে পড়ে। পরে পুরো ফ্ল্যাটে নিমিষেই আগুন ছড়িয়ে পড়লে একই পরিবারের চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর রিফফাত আরা বলেন, গত ২৬ মার্চ রাতে সেহরির সময় সিলিন্ডারের লিকেজ থেকে জমা গ্যাসের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হন। গতকাল থেকে আজ পর্যন্ত পরিবারটির তিনজনই মৃত্যুবরণ করেছেন বলে শুনেছি।
মন্তব্য করুন