প্রাইভেট কার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম রিফাত (২৮) নামে এক জনের মৃত্যু হয়েছে। পিরোজপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (১ এপ্রিল) বিকেলে সেতুর উপরে কুমিরমারা প্রান্তে দ্রুত গতির প্রাইভেট কারটি ওভারটেক করতে চাইলে বিপরীতদিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
নিহত জহিরুল ইসলাম রিফাত পিরোজপুরের ভান্ডরিয়া পৌরসভার ০২ নং ওয়ার্ডের বাসিন্দা।
এসময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে আনলে জহিরুল ইসলাম রিফাত মারা যায়। অপর আহত আসফাক আহমেদ সাজিদকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করে আইসিইউতে ভর্তি করা হয়।
পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মুকিত হাসান খাঁন বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। ট্রাফিক আইন ভঙ্গ করার ফলেই এ দূর্ঘটনা ঘটেছে।
মন্তব্য করুন