বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় পৌর নির্বাচনে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে প্রার্থী হলেন স্ত্রী

প্রতিদ্বন্দ্বী প্রাক্তন স্বামী-স্ত্রী
প্রতিদ্বন্দ্বী প্রাক্তন স্বামী-স্ত্রী

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার নির্বাচনে স্বামীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন স্ত্রী। এ ঘটনায় এলাকায় নানা আলোচনার জন্ম দিয়েছে।

তালোড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার এবং তার সাবেক স্ত্রী আউলিয়া খন্দকার ভোটের মাঠে নামায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে ভোটারদের মধ্যে। জলিল খন্দকার নির্বাচনে ‘জগ প্রতীক’ নিয়ে এবং আউলিয়া খন্দকার ‘ইস্ত্রি প্রতীক’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২১ জুন এই পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

স্থানীয়রা জানান, ‘আব্দুল জলিল খন্দকার ও আউলিয়া খন্দকার দীর্ঘ ২২ বছর সংসার করেছেন। দাম্পত্য জীবনে তাদের দুই পুত্রসন্তান আছে। বিগত ২০১৯ সালে হঠাৎই দীর্ঘ দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে তাদের মধ্যে। তাদের দুই সন্তান লেখাপড়ার কারণে ঢাকায় থাকে। সংসার জীবনের ইতি টানার পর তালোড়া পৌরসভার লাফাপাড়া মহল্লায় ‘মা আমার মা’ নামে একটি আশ্রম গড়ে তুলে সেখানে নিজের মায়ের সঙ্গে থাকেন আউলিয়া খন্দকার। এদিকে বিচ্ছেদের পরপরই বিয়ে করেন আব্দুল জলিল খন্দকার। রাজনীতির পাশাপাশি তিনি চাল কলের ব্যবসার সঙ্গে জড়িত।

যোগাযোগ করা হলে আউলিয়া খন্দকার বলেন, ‘জলিল সাহেবের সঙ্গে সংসার জীবন বা বিচ্ছেদ প্রসঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। এতে দুই সন্তানের ওপরে মানসিক চাপ বাড়বে।’ ভোটের মাঠে নামার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি রাজনৈতিক পরিবারেরই সন্তান। আমার বাবা মৃত শেখ আফতাব উদ্দিন ১৯৮১ সালে টেবিল প্রতীকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সমাজসেবক হিসেবে পুরো অঞ্চলে তার সুনাম আছে।’

বাবার পথ ধরেই তিনিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর নির্বাচনে নেমেছেন উল্লেখ করে বলেন, ‘আশা করি এই নির্বাচনে ভোটাররা আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবেন।’

আব্দুল জলিল খন্দকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যে কারণেই হোক তার (আউলিয়া) সঙ্গে বিচ্ছেদ হয়েছে। এ কারণে তিনি চাইলেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এটি তার গণতান্ত্রিক অধিকার। তবে তার নির্বাচনে অংশ নেওয়ার কারণে আমার ভোটারদের ওপর কোনো প্রভাব পড়বে না।’

তালোড়া পৌরসভা গঠনের দ্বিতীয় মেয়াদে পৌর মেয়র নির্বাচিত হয়ে পৌর এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন উল্লেখ করে বলেন, ‘সেই থেকেই পৌরবাসীর সুখে- দুঃখে পাশে আছি। এবারের নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আমাকেই মেয়র নির্বাচিত করবে।’

দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, আসন্ন তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র আমিরুল ইসলাম বকুল (নৌকা), জাতীয় পার্টি মনোনীত এসএম সাহিদ (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাও. কামরুল ইসলাম (হাতপাখা)। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন- সাবেক পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার (জগ), তালোড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আবু হোসেন সরকার আবুল (নারিকেল গাছ) ও জলিল খন্দকারের সাবেক স্ত্রী আউলিয়া খন্দকার (ইস্ত্রি)।

তালোড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, নির্বাচনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আগামী ২১ জুন পৌরসভার নির্বাচনে তালোড়ার ১৬ হাজার ৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

বিএনপি নেতা বদরুজ্জামান মিন্টু চিরনিদ্রায় শায়িত

ঢাকা-১৩ আসনে ধানের শীষের সমর্থনে যুবদলের গণমিছিল

নতুন জোটের ঘোষণা দিল এনসিপি

কড়াইল বস্তিতে আগুন, তারেক রহমানের সমবেদনা

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা 

গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ

জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

চীনা দূতাবাস কর্মকর্তার সঙ্গে চৌদ্দগ্রাম জামায়াত নেতাদের মতবিনিময়

১০

নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

১১

অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ

১২

শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা?

১৩

৭০৮ সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ

১৪

ইউএস বাংলার সাময়িকীর কনটেন্ট তৈরি করবে অ্যানেক্স কমিউনিকেশনস

১৫

সাদিয়া আয়মানের সমুদ্র বিলাশ

১৬

পৌরসভার পরিত্যক্ত ভবনে মিলল নারীর মরদেহ 

১৭

কড়াইলের আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ জানাল ফায়ার সার্ভিস

১৮

প্রশাসনের ৭ কর্মকর্তার পদোন্নতি

১৯

যুক্তরাষ্ট্রে যোগাযোগ ও মিডিয়া কনফারেন্সে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা

২০
X