নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পিডিবির ফেনীর প্রকৌশলীর বিরুদ্ধে নোয়াখালীতে মামলা

পিডিবির ফেনী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী এমদাদ উল্যাহ। ছবি : কালবেলা
পিডিবির ফেনী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী এমদাদ উল্যাহ। ছবি : কালবেলা

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ফেনী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী এমদাদ উল্যাহর (৩৬) বিরুদ্ধে নোয়াখালী কোম্পানীগঞ্জ থানায় সহকর্মী এক প্রকৌশলীকে মারধরের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) রাতে বসুরহাট বিদ্যুত সরবরাহ (পিডিবি) কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকেও আসামি করা হয়েছে।

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান মামলার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।

তিনি বলেন, পিডিবির উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামের দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। তবে এ মামলায় কোন আসামিকে আটক করা যায়নি।

মামলার অপর আসামিরা হলেন, বসুরহাট পৌরসভা যুবলীগের সদস্য মো. খোকন (৩৬), পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি শিপন শাহরিয়ার (৩২), সদস্য টিপু (৩৩)। এছাড়া ১৫-২০ জনকে অজ্ঞাত আসামিও করা হয়েছে।

মামলার বাদী প্রকৌশলী সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে কর্তৃপক্ষের নির্দেশে বসুরহাট পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডে অনুমোদনহীন বিদ্যুতের খুঁটি স্থাপনে বাধা দেওয়ায় আসামিরা আমাকে বেদম মারধর করেন। পরে আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে ওইদিন সন্ধ্যায় বসুরহাট পৌরসভার বড়রাজাপুর গ্রামে আটক করে দ্বিতীয় দফায় লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে এবং আমার মাথার চুল কেটে দেয়।

সহকর্মীকে মামলায় আসামি করার বিষয়ে সাইফুল ইসলাম বলেন, বসুরহাট কার্যালয়কে না জানিয়ে ফেনীর উপ-সহকারী প্রকৌশলী এমদাদ উল্যাহ অবৈধভাবে সরকারি খুঁটি স্থাপন করছিল। এতে আমি বাধা দেওয়ায় তার নির্দেশে আসামিরা আমার উপর হামলা চালায়। এতে তিনি প্রত্যক্ষভাবে জড়িত।

এদিকে এ ঘটনায় সহকারী প্রকৌশলী মো. হারুন, আবাসিক প্রকৌশলী সাইফুল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী এমদাদ উল্যাহকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করেছে ফেনী বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ। তিন কর্মদিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন দিতেও বলা হয়েছে।

তবে এতে অভিযুক্ত এমদাদ উল্যাহকে সদস্য করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী সাইফুল ইসলাম। তিনি দাবি করেন, অভিযুক্তকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা প্রহসন ছাড়া কিছুই নয়। এ কমিটি পরিবর্তন করে সঠিক তদন্তের দাবি জানাই।

এদিকে উপসহকারী প্রকৌশলী এমদাদ উল্যাহ কালবেলাকে বলেন, খবর পেয়ে আমরা আক্রান্ত উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসা ব্যবস্থা করি। কিন্তু তিনি মামলায় আমাকে কেন আসামি করেছেন তা আমি জানি না। তাছাড়া সহকর্মী হিসেবে আমি তার উপর হামলায় জড়িত থাকতে পারি না।

এ ব্যাপারে বসুরহাট বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী মো. সাইফুল ইসলামকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পুষ্পবরণ চাকমা কালবেলাকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলি, উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুলের বার্তা

তানজিদ ঝড়ে রাজশাহীর সংগ্রহ ১৭৪

এবার পুলিশ কমিশনার ভূমি পেডনেকর

ঢাবি জগন্নাথ হলের সরস্বতী পূজায় মবতন্ত্রবিরোধী বার্তা

ট্রাম্পের চাপে মুসলিম বিশ্ব ইসরায়েলকে সহায়তা করছে : ফজলুর রহমান

অবশেষে জানা গেল বিশ্বকাপ না খেলায় কত টাকার ক্ষতি হবে বাংলাদেশের

নির্বাচনী জনসভায় জামায়াত আমিরের তিন শর্ত

রাজধানীর ভাষানটেকে নির্বাচনী জনসভায় তারেক রহমান

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধে কাজ করবে ঢাবি-ব্র্যাক

মায়ের সঙ্গে পূজায় ইয়ালিনি

১০

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের গোপন আঁতাত ফাঁস

১১

নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

১২

ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন বিএনপির জন্য

১৩

১৪ জেলায় ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

১৪

যুদ্ধ বন্ধে ইউক্রেনকে যে শর্ত জুড়ে দিল রাশিয়া

১৫

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

১৬

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেলের রজতজয়ন্তী উদযাপিত

১৭

পুলিশকে কোপানোর ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার

১৮

একা থাকা আর একাকিত্ব অনুভব করা এক বিষয় নয়, বলছে গবেষণা

১৯

ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৮ দিনের ছুটি

২০
X