নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পিডিবির ফেনীর প্রকৌশলীর বিরুদ্ধে নোয়াখালীতে মামলা

পিডিবির ফেনী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী এমদাদ উল্যাহ। ছবি : কালবেলা
পিডিবির ফেনী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী এমদাদ উল্যাহ। ছবি : কালবেলা

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ফেনী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী এমদাদ উল্যাহর (৩৬) বিরুদ্ধে নোয়াখালী কোম্পানীগঞ্জ থানায় সহকর্মী এক প্রকৌশলীকে মারধরের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) রাতে বসুরহাট বিদ্যুত সরবরাহ (পিডিবি) কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকেও আসামি করা হয়েছে।

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান মামলার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।

তিনি বলেন, পিডিবির উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামের দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। তবে এ মামলায় কোন আসামিকে আটক করা যায়নি।

মামলার অপর আসামিরা হলেন, বসুরহাট পৌরসভা যুবলীগের সদস্য মো. খোকন (৩৬), পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি শিপন শাহরিয়ার (৩২), সদস্য টিপু (৩৩)। এছাড়া ১৫-২০ জনকে অজ্ঞাত আসামিও করা হয়েছে।

মামলার বাদী প্রকৌশলী সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে কর্তৃপক্ষের নির্দেশে বসুরহাট পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডে অনুমোদনহীন বিদ্যুতের খুঁটি স্থাপনে বাধা দেওয়ায় আসামিরা আমাকে বেদম মারধর করেন। পরে আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে ওইদিন সন্ধ্যায় বসুরহাট পৌরসভার বড়রাজাপুর গ্রামে আটক করে দ্বিতীয় দফায় লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে এবং আমার মাথার চুল কেটে দেয়।

সহকর্মীকে মামলায় আসামি করার বিষয়ে সাইফুল ইসলাম বলেন, বসুরহাট কার্যালয়কে না জানিয়ে ফেনীর উপ-সহকারী প্রকৌশলী এমদাদ উল্যাহ অবৈধভাবে সরকারি খুঁটি স্থাপন করছিল। এতে আমি বাধা দেওয়ায় তার নির্দেশে আসামিরা আমার উপর হামলা চালায়। এতে তিনি প্রত্যক্ষভাবে জড়িত।

এদিকে এ ঘটনায় সহকারী প্রকৌশলী মো. হারুন, আবাসিক প্রকৌশলী সাইফুল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী এমদাদ উল্যাহকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করেছে ফেনী বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ। তিন কর্মদিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন দিতেও বলা হয়েছে।

তবে এতে অভিযুক্ত এমদাদ উল্যাহকে সদস্য করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী সাইফুল ইসলাম। তিনি দাবি করেন, অভিযুক্তকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা প্রহসন ছাড়া কিছুই নয়। এ কমিটি পরিবর্তন করে সঠিক তদন্তের দাবি জানাই।

এদিকে উপসহকারী প্রকৌশলী এমদাদ উল্যাহ কালবেলাকে বলেন, খবর পেয়ে আমরা আক্রান্ত উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসা ব্যবস্থা করি। কিন্তু তিনি মামলায় আমাকে কেন আসামি করেছেন তা আমি জানি না। তাছাড়া সহকর্মী হিসেবে আমি তার উপর হামলায় জড়িত থাকতে পারি না।

এ ব্যাপারে বসুরহাট বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী মো. সাইফুল ইসলামকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পুষ্পবরণ চাকমা কালবেলাকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে : রাশেদ প্রধান 

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই নেতা আটক

হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশে যারা আছেন

‘আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে’

মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহত ৯

বাংলাদেশে ব্লক হতে পারে ক্রিকইনফো!

জুলাই জাতীয় সনদ নিয়ে হেলাফেলা করা যাবে না : রাশেদ প্রধান

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদলের ২ নেতা নিহত 

ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের নাম ও কল রেকর্ড আছে : ডা. তাহের 

মধ্যপ্রাচ্য ধ্বংস নিয়ে জর্ডানের রাজার বিস্ফোরক মন্তব্য

১০

২১ মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন

১১

ভাত খাওয়ার সঠিক সময় জানালেন বিশেষজ্ঞ

১২

কাতার চ্যারিটির বাংলাদেশ অফিসে চাকরির সুযোগ

১৩

বাংলাদেশের সামনে আজ যে সমীকরণ

১৪

সাবেক জেলা পরিষদ সদস্য কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ

১৫

যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার, অটোচালকদের মিষ্টি বিতরণ

১৬

৬ মাস জলাবদ্ধ, যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো

১৭

শীতে রক্তচাপ নিয়ে সতর্ক থাকা কেন জরুরি জানালেন চিকিৎসক

১৮

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি : বাণিজ্য উপদেষ্টা

১৯

ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত না করার দাবিতে পদ্মা সেতু অবরোধ

২০
X