ঈদের ছুটিতে ঢাকা থেকে ফিরে বাড়ির কাছে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জিয়াউর রহমান নামে এক ব্যক্তির। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
শনিবার (৬ এপ্রিল) সকাল পৌনে ৬টার দিকে নাটোরের নলডাঙ্গা পশ্চিম সোনাপাতিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়াউর রহমান নলডাঙ্গার হলুদঘর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। আহত ভ্যানচালক জামিল নওগাঁ জেলার আত্রাই থানার ডাকা গ্রামের বাসিন্দা।
নলডাঙ্গা থানার ওসি মনোয়ারুজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে পৌর শহরের সেনাপতিল মহল্লায় ব্যাটারিচালিত ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা যাত্রী জিয়াউর রহমান রাস্তায় পড়ে গেলে মাইক্রোবাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
তিনি বলেন, মাইক্রোবাস ও ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাস চালক নুর মোহাম্মদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, জিয়াউর রহমান ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়িতে ফিরছিলেন। ঢাকা থেকে ট্রেনে মাধনগর রেলস্টেশনে নেমে ভ্যানে করে নিজ বাড়ি হলুদঘর পশ্চিম পাড়ায় যাচ্ছিলেন। পথে নলডাঙ্গা থেকে আত্রাইগামী একটি মাইক্রোবাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জিয়াউর মারা যান। আহত হয়েছেন ভ্যানচালক মো. জামিল।
মন্তব্য করুন