ঠাকুরগাঁওয়ের হরিপুরে আকরাম হোসেন (৪০) নামে এক আসামি পুলিশের হেফাজতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠেছে। হরিপুর থানা পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে হরিপুর হাসপাতালে এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত আকরাম হোসেন উপজেলার হাটপুকুর গ্রামের আব্দুল তোয়াবের ছেলে।
হরিপুর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা.শামিমুজ্জামান বলেন, থানা পুলিশ রোগী চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।
হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ বলেন, তাদের অভিযোগ সত্য নয়। ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আকারম হোসেন (৪০), শফিকুল ইসলাম (৩২) ও আবু হানিফ (৪৯) নামে ৩ আসামিকে রোববার (৭ এপ্রিল) রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের নামে মাদক আইনে মামলা করা হয়। দুপুরে আসামিদের ঠাকুরগাঁও কারাগারে পাঠানোর সময় আকরাম হোসেন অসুস্থবোধ করলে তাকে তাৎক্ষণিক হরিপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যায়।
লাশ হরিপুর হাসপাতালেই পুলিশের হেফাজতে আছে।
মন্তব্য করুন