বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে ভাড়া কমলো লঞ্চে, বাড়াল বাসে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ঈদের ছুটি শুরুর আগেই বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। বরিশালে নৌপথের চেয়ে কয়েকগুণ বেশি যাত্রীচাপ সড়কপথে। পরিবহনগুলোর বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। তবে বিপরীত চিত্র লঞ্চে। নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ টাকা কমিয়েও আশানুরূপ যাত্রী পাচ্ছে না লঞ্চগুলো। ঢাকা-বরিশাল রুটে বাসের টিকিটের দাম ২০০ টাকা বাড়তে নিলেও লঞ্চে টিকিটের দাম ১০০ টাকা কমানো হয়েছে। ঈদের ছুটি শুরু ৯ এপ্রিল থেকে। টানা ৬ দিনের ছুটি ঝক্কিঝামেলা এড়াতে আগেই বাড়ি ফিরতে শুরু করেছে অনেক ঘরমুখো মানুষ। সোমবার (৮ এপ্রিল) বরিশাল রুটে সড়ক পথে যাত্রীদের ব্যাপক চাপ দেখা যায়।

পদ্মা সেতু উদ্বোধনের পর বরিশালে সড়কপথে যাত্রীচাপ অনেক বেড়েছে। ঢাকা বরিশালের সড়কে প্রতিদিন দেড় হাজার বাস চলাচল করছে। আগে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগলেও এখন লাগছে মাত্র ৩ থেকে ৪ ঘণ্টা। কম সময়ে যাতায়াতে যাত্রীচাপ বাড়ায় সুযোগ নিয়েছে বাস মালিকরা। অভিযোগ, জনপ্রতি ৫০০ টাকার ভাড়া এখন ৭০০ থেকে সাড়ে ৮০০ টাকা। তবে ভাড়া বৃদ্ধির অভিযোগ মানতে নারাজ পরিবহন সংশ্লিষ্টরা।

মাসুদ নামের এক যাত্রী জানান, ঢাকা থেকে বরিশালে প্রতিটি বাসের ভাড়া ৫০০ করে লেখা। কিন্তু আমার থেকে রেখেছে সাড়ে ৭০০ টাকা। এটা আসলেই দুঃখজনক। মেহেদি নামের আরেক যাত্রী জানান, প্রতিটি বাসের ভাড়া বেশি নেওয়া হচ্ছে। এটা আসলেই অন্যায়। আমরা হতাশ। তবে বিভিন্ন পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা জানান কোনো পরিবহনই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। কেউ যদি প্রমাণ দিতে পারে যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে তাহলে দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সড়কে যাত্রীচাপ বাড়ায় চিরচেনা রূপ হারিয়েছে নৌপথে। যাত্রী টানতে নির্ধারিত ভাড়া ৪৫৮ টাকা থাকলেও তা কমিয়ে নেওয়া হচ্ছে ৩৫০ টাকা। ডাবল ও ভিআইপি কেবিন প্রতি ভাড়া কমানো হয়েছে ৫০০ টাকা। প্রতিদিন ৮টি লঞ্চ চলাচলের জন্য প্রস্তুত রাখা হলেও আশানুরূপ যাত্রী না পাওয়ায় চিন্তিত লঞ্চ মালিকরা।

লঞ্চ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, কাঙ্ক্ষিত যাত্রী না থাকায় প্রতিটি লঞ্চেই এখনো আমাদের লোকসান হচ্ছে। ঈদে এমন লোকসানে আমরা হতাশ। তবে গার্মেন্টস ছুটি হলে কিছুটা যাত্রী বাড়তে পারে। তখন কিছুটা হলেও আমরা ক্ষতি কাটিয়ে উঠতে পারব বলে আশা করি।

এদিকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করছে ৮৭ জন নৌপুলিশের সদস্য। ঘাটে কন্ট্রোল রুম স্থাপনসহ প্রতিনিয়ত টহল দিচ্ছেন তারা। নৌ কিংবা সড়ক, যেপথেই হোক না কেন যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রুনা লায়লা বলেন, ঈদকে কেন্দ্র করে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অস্থায়ী ক্যাম্পে নির্মাণের পাশাপাশি গুরুত্বপূর্ণ ৯৫টি পয়েন্ট বসানো হয়েছে ২৬০টি সিসি ক্যামেরা। এ ছাড়া অতিরিক্ত ৪০০ পুলিশ সদস্য মাঠে কাজ করছে।

বরিশাল অঞ্চল নৌপুলিশের পুলিশ সুপার কফিল আহমেদ বলেন, যাত্রীদের নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর। নৌপুলিশসহ গোয়েন্দা বিভাগ বিভিন্ন জায়গায় কাজ করছে। আশা করছি এবার কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ঈদযাত্রা শেষ করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

একাধিক উপকারিতা কাঠবাদামের, যাদের জন্য ক্ষতিকর

একই দিনে দুইবার পরিবর্তন, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

পারকি সৈকতের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

১০

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

১১

হিসাব মহানিয়ন্ত্রকের নামে প্রতারণা, সতর্ক থাকার নির্দেশ

১২

ভারত-পাকিস্তান ম্যাচের প্রচারণার ভিডিওতে থাকায় বিপাকে শেবাগ

১৩

ভারতের ছাড়া পানি থেকে বাঁচতেই বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান!

১৪

সিলেটে পানির জন্য হাহাকার, সড়ক অবরোধ

১৫

অপারেশনের পর জ্ঞান না ফেরায় রোগীর মৃত্যু

১৬

শাহপরাণ (রহ.)-এর মাজারে ওরস বৃহস্পতিবার

১৭

অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশ ‘ক্ষমা’ চাইবে, জানালেন ফাওজুল কবির

১৮

নদীভাঙন এলাকা পরিদর্শনে গেলেন উপদেষ্টা শারমিন মোরশেদ

১৯

বাবরকে নিয়ে মন্তব্য করায় হারিসকে লাঠি দিয়ে মারতে চান সাবেক পাক ক্রিকেটার

২০
X