নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে যানজট ছাড়া আর কোনো সমস্যাই নাই : শামীম ওসমান

ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন শামীম ওসমান। ছবি : কালবেলা
ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন শামীম ওসমান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের যানজট সমস্যা। আমার কাছে তো মনে হয়, জেলায় যানজট ছাড়া আর কোনো সমস্যাই নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

সোমবার (৮ এপ্রিল) বিকেএমইএ’র ভবনে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমি স্ট্রেইট ফরোয়ার্ড লোক৷ এখানে যানজটই একমাত্র সমস্যা, আর কোনো সমস্যাই নেই। এটা আমি মেনে নিব না৷ আরও অনেক সমস্যা আছে। আলোচনা হলে সব নিয়েই হওয়া উচিত৷ যানজট নিয়ে সিটি করপোরেশন তাদের প্রয়োজনীয় তাগিদপত্র জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছে দিতে পারে৷ আমার বড় ভাই যানজট নিরসনে ৪৫ লাখ টাকা দিয়েছেন ব্যবসায়ীদের সহযোগিতা নিয়ে।

তিনি বলেন, আমার প্রশ্ন হলো, টাকা কেন দিতে হবে! সরকার তো টাকা দেয়৷ এটা তো এমপির দায়িত্ব না৷ এখন যদি সিটি করপোরেশনের মেয়র বলে ফুটপাতের মালিক সিটি করপোরেশন, এটা সত্যি। আমি বলেছি, হকার বসলে সব জায়গায় বসবে না বসলে কোথাও বসবে না। আমি সাপোর্ট দিতেও রাজি না, পুরো শহরকে বন্ধ করতেও রাজি না। সিটি করপোরেশনকে এর সুরাহা বের করতে হবে। যানজটের দুটো সেক্টর আছে। সিটি করপোরেশন ও তাদের টিম আছে। সিটি করপোরেশন মানে শুধু আইভী না।

তিনি আরও বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ১২০ ফুট চওড়া হচ্ছে৷ একেএম শামসুজ্জোহা সড়ক হচ্ছে, নাগিনা জোহা সড়ক হয়েছে। আমাদের ডিএনডি প্রজেক্ট জুন মাসে শেষ হবে। কিন্তু লোকাল ড্রেনেজগুলো কানেক্টেড করতে হবে ডিএনডির সাথে। তা না হলে পানি সরতে পারবে না৷ এ ব্যাপারে মেয়রকে আমি লিখিতভাবে জানাব৷

শামীম ওসমান বলেন, আরেকটি সুখবর দিয়ে রাখি৷ নারায়ণগঞ্জ ক্লাবের পাশে ২০০ কোটি টাকার একটি সম্পত্তি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে৷ প্রধানমন্ত্রীর কাছে আমি কাগজ জমা দিয়েছি এ বিষয়ে৷ সেখানে যাতে হার্ট ইনস্টিটিউট, ট্রমা সেন্টার, নিউরো সেন্টার হয়৷ সেইসাথে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ যাতে দ্রুত হয় সেটিও বলেছি৷ আশা করি, আল্লাহ আমাদের কবুল করবেন৷ এমনভাবে যেন কাজ করে যেতে পারি যাতে মৃত্যুর পরে মানুষ দোয়া করেন৷

তিনি বলেন, রেললাইনের জায়গা একোয়ার করা শুরু হয়ে গেছে। আমি মেয়রকে বললাম আমাকে কাগজ দিতে। তিনি ব্যবস্থা নিচ্ছেন। নারায়ণগঞ্জে যদি দশ মিনিট পরপর ট্রেন ঢোকে তাহলে শহর নষ্ট হয়ে যাবে। তাই এটা দেখতে হবে। আমি সিটি করপোরেশনের কাছে অনুরোধ করব। মানুষের পেটে যখন ভাত থাকে না তখন এটা অনেক বড় ব্যাপার। আমি রাজনীতি করতে এসেছি মানুষের জন্য। জোর করা আমার পক্ষে সম্ভব না। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কোরআন বলুন আর গীতা বলুন একটা কথা বারবার বলা হয়েছে। মানুষের জন্য কাজ করুন। বিদেশি কথাটা আমার ভালো লাগে না। আইভী বলল, রেলওয়ের সমস্যাটার কথা। আমরা এটা সমাধান করতে পারব আশা করি। আমাদের ডিএনডি খাল হচ্ছে। ড্রেনগুলো এখানে কানেক্টেড করতে হবে। নয়তো পানি পাস করতে পারবে না। আজ এখানে প্রশাসনের লোক থাকলে ভালো হতো উল্লেখ করে তিনি বলেন, আমি মনে করি, সেলিম ভাই যে প্রস্তাব দিয়েছে সে অনুযায়ী আমরা আলোচনায় বসি। নারায়ণগঞ্জের সব সমস্যা একসাথে তো সমাধান করতে পারব না। তবে পার্ট বাই পার্ট আমরা এটা করব।

তিনি আরও বলেন, কালিরবাজারে এখানে একটি ভবন পড়ে আছে। আমি পার্লামেন্টেও বলেছি, প্রধানমন্ত্রীর কাছে লিখিতও দিয়ে এসেছি। এখানে যেন হার্ট ও নিউরো ইনস্টিউট করা হয়। আমরা সবাই মিলে চেষ্টা করলে এটা এক মাসের ব্যাপার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌবন ধরে রাখতে সার্জারি করেছেন রোনালদো, দাবি সার্জনের

জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ওয়ানডেতেও অধিনায়ক হচ্ছেন গিল!

যুক্তরাষ্ট্রে ‘বেস্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’ পেলেন মিলন

ড্রাগন ফল কারা খেতে পারবেন না জানালেন পুষ্টিবিদ

সুনামগঞ্জে ভুয়া এনএসআই সদস্য গ্রেপ্তার

সাবেক জিএস গোলাম রাব্বানীর পদ-ছাত্রত্ব বাতিলের দাবি রাশেদের

ব্যক্তিগত মিলে মজুত করা ছিল সরকারি চাল

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ / ভারতের বিপক্ষে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

সড়কে খানাখন্দ, দুর্ভোগ লাখো মানুষের

১০

নতুন চ্যালেঞ্জের মুখোমুখি মানসী

১১

কলকাতায় টানা ৩ দিন দুর্যোগের সতর্কতা

১২

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ : কোন দেশে কত ম্যাচ জানিয়ে দিল আইসিসি

১৩

সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পদ প্রায় ১৬০০

১৪

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৫

জুমার খুতবার সময় কি মোবাইল ব্যবহার করা যাবে?

১৬

দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৭

ফুটবল বিশ্বকাপের জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ দিচ্ছে ফিফা, যেভাবে করবেন আবেদন

১৮

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিবের যোগদান

১৯

লিড প্লাটিনাম সনদ পেল ওয়ালটন

২০
X