ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৬:০৭ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৭:২৬ এএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঝালকাঠিতে ট্রাকচাপায় আবুল কালাম (৫০) নামে দক্ষিণাঞ্চলের অন্যতম আলেম হজরত কায়েদব সাহেব হুজুর প্রতিষ্ঠিত নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসার এক খাদেম নিহত হয়েছেন।

নিহতের নাম আবুল কালাম। তিনি জেলার রাজাপুর উপজেলার উত্তর তাড়াবুনিয়া এলাকার সেকেন্দার আলীর ছেলে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকাল ৪টার দিকে বরিশাল-পিরোজপুর-খুলনা আঞ্চলিক সড়কের বাসন্ডা ব্রিজের পশ্চিম প্রান্তে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকাল ৪টার দিকে বরিশাল থেকে পিরোজপুরগামী একটি ট্রাক রাস্তার পাশে খাদেম আবুল কালামকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

খাদেম সড়কের পাশে মাদ্রাসা মসজিদ ফান্ডের অনুদানের টাকা গ্রহণ করার জন্য রাস্তার পাশে বসে ছিলেন।

ঝালকাঠির সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদ্রাসার খাদেমকে চাপা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে। চালকেও আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, ঝালকাঠি সদর উপজেলার শিরযুগে ঈদে নানা বাড়ি বেড়াতে গিয়ে মায়ের চোখের সামনে ইজিবাইক চাপায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তানজিলা আক্তার (৩) এক শিশুর।

নিহত শিশু তানজিলা সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চর বাটারকান্দা গ্রামের বাহারুল হাওলাদারের মেয়ে।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের শিরযুগ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, তানজিলা মায়ের সঙ্গে শিরযুগ নানা বাড়িতে ঈদে বেড়াতে গিয়েছিল। বেড়ানো শেষে নানা বাড়ি থেকে চর বাটারকান্দার নিজ বাড়িতে আসার সময় গাড়ির অপেক্ষায় রাস্তার পাশে মায়ের সঙ্গে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুত গতির একটি ইজিবাইক তাকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ইজিবাইকটিকে জব্দ করলেও চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তানজিলাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, পুলিশ ব্যাটারি চালিত ইজিবাইকটিকে জব্দ করেছে। চালক পালিয়ে গেলে তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াশার চাদরে ঢাকা কুড়িগ্রাম, শীতে বিপর্যস্ত চরবাসী

ভোটার হলেন তারেক রহমান

‘খুদে মেসি’ সেই সোহান চান তারেক রহমানের সাক্ষাৎ

স্বর্ণ, রূপা ও প্লাটিনামের দামে নতুন রেকর্ড

অনুশীলনের সময় অসুস্থ হয়ে হাসপাতালে ঢাকার সহকারী কোচ

ইসিতে তারেক রহমান

জুস ক্যাটাগরিতে দেশের সেরা ব্র্যান্ডের পুরস্কার পেল প্রাণ ম্যাংগো

১৫ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট জয়ের স্বাদ ইংল্যান্ডের

শীতে কেন বেশি ঘুম পায় ও শরীর ঝিমিয়ে থাকে, জানাচ্ছে বিজ্ঞান

পাঙাশ মাছ খাওয়া কতটা নিরাপদ, পুষ্টিবিদরা কী বলছেন

১০

আধার কার্ড ‘কেড়ে নিয়ে’ ১৪ ভারতীয়কে পুশইন

১১

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, ঘুমন্ত কর্মীর মৃত্যু

১২

১৪ ঘণ্টা পর দৌলতদিয়া নৌরুট সচল, যানবাহনের দীর্ঘ সারি

১৩

কিছু দৈনন্দিন অভ্যাসেই বাড়ছে পিত্তথলির পাথরের ঝুঁকি

১৪

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান : ডিজি

১৫

ঘন কুয়াশায় ঢাকার চার ফ্লাইট নামল কলকাতায়

১৬

হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৭

যুক্তরাষ্ট্রে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল

১৮

কুয়াশার কারণে ঢাকায় নামতে পারেনি আন্তর্জাতিক ৮ ফ্লাইট

১৯

ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

২০
X