আতিকুর রহমান, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র গরমে হাসপাতালে রোগীর ভিড়, শয্যা সংকটে শিশু ওয়ার্ড

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ড রোগীর ভিড়। ছবি : কালবেলা
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ড রোগীর ভিড়। ছবি : কালবেলা

প্রচণ্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েড, হিটস্ট্রোকসহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এতে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সব বয়সের মানুষের কষ্ট হলেও এই গরম সবচেয়ে বেশি কাবু করেছে শিশুদের। হাসপাতালে ভর্তি রোগীর প্রায় ৭০ শতাংশই শিশু। তাই গরমে সুস্থ থাকতে অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, সুতি কাপড় পরা এবং বেশি বেশি পানি পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের পর হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ছে প্রায় তিনগুণ। তাদের সিংহভাগই শিশুরোগী। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যা ৪০টি। কিন্তু গতকাল পর্যন্ত ভর্তি হওয়া শিশুর সংখ্যাই ছিল১২৮টি। এদের সবাই জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েড ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত। বহির্বিভাগে আরও শতাধিক শিশুর চিকিৎসা দেওয়া হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন জানান, আবহাওয়ার পরিবর্তন, বৃষ্টি, গরম আবার ঠান্ডা এবং মায়েদের অসচেতনতার কারণেই এসব রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, শিশুর পোশাক, বিছানা ও ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ঘাম দিলে শিশুর শরীর দ্রুত মুছে ফেলতে হবে। শিশুর যাতে ঠান্ডা নালাগে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

ডা. দেলোয়ার হোসেন জানান, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে অনেকটা ছুটির আমেজে আছে। স্কুল খুলে দিলে শিশুরা পানি থেকে শুরু করে বাইরের খাবারে ঝুঁকে পড়বে। এতে করে পানিবাহিত রোগের পাশাপাশি ডায়রিয়া, জন্ডিস, হেপাটাইটিস এ ও ই ভাইরাসের প্রকোপ বেড়ে যাবে। বিশেষ করে মাঠে-ময়দানে কাজ করা রিকশাওয়ালা ও শ্রমিক শ্রেণির লোকজন হিটস্ট্রোকেরও সম্ভাবনায় থাকে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, অন্য যে কোনো সময়ের চেয়ে এখন রোগী বেশি। টিকিট কাউন্টারের সামনে প্রচণ্ড ভিড়। টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ছেন জরুরি বিভাগের সামনে। শিশু ওয়ার্ডের শয্যা, মেঝে, বারান্দা সবখানেই রোগী ও রোগীর স্বজনদের ভিড়।

হাসপাতালে দায়িত্বরত অন্যান্য চিকিৎসক ও নার্সরা জানান, প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০টি শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। রোগীর চাপ বেশি হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। স্বাভাবিক সময়ে এ হাসপাতালে নিয়মিত ২০০ থেকে ৩০০ রোগী চিকিৎসা নিতে আসেন। বর্তমানে নিয়মিত ৪০০ থেকে ৫০০ জনে দাঁড়াচ্ছে এ সংখ্যা। হাসপাতালে ভর্তি রোগীদের প্রায় ৭০ শতাংশই শিশু।

কুমিল্লা নগরীর আশরাফপুর এলাকার বাসিন্দা তানজিমা আক্তার একমাত্র মেয়ে ফাতিহাকে নিয়ে এসেছেন মেডিকেল কলেজ হাসপাতালে। ঈদের একদিন আগে তীব্র জ্বরের পাশাপাশি বমি ও পাতলা পায়খানা শুরু হয়। শুরুতে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ানো হলে অবস্থার উন্নতি না হওয়ায় নেওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানে জ্বর কমলেও অবনতি হয়েছে বমি আর ডায়রিয়া পরিস্থিতির। উপায় না দেখে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৩ বছরের শিশুটিকে। গতকাল কিছুটা সুস্থ হলেও গরম বাড়ায় আবারও আগের মতো অবস্থা। মেয়ে মুখে এখনো কিছুই খাচ্ছে না।

কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি বলেন, গরমের এ সময়ে শিশুদের রোদ বা ঘরের বাইরে না নেওয়াই ভালো। শিশুরা বড়দের মতো আবহাওয়ার দ্রুত পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে না। গরমের সময় সাধারণত জ্বর, ডায়রিয়া বা পাতলা পায়খানা, ডিহাইড্রেশন অর্থাৎ, শরীরে পানিশূন্যতা বা স্বল্পতা রোগী বেশি দেখা যায়। গরমের এ পরিস্থিতিতে ফলের শরবত, ডাবের পানি, লেবুর শরবত, স্যালাইন, গ্লুকোজ ও পুষ্টিকর রসাল ফল বেশি করে খেতে হবে। এতে শরীর থেকে ঘাম হয়ে বের হয়ে যাওয়া পানির চাহিদা পূরণ হবে। তবে গরমের কারণে ঠান্ডা পানি, বরফ কিংবা রাস্তার পাশের বিভিন্ন ধরনের শরবত এবং খোলা খাবার থেকে বিরত থাকতে হবে। শিশুদের এই গরমে ঢিলেঢালা পোশাক ব্যবহার করতে হবে, নিয়মিত গোসল করাতে হবে। এ সময় বাচ্চাদেরকে অবশ্যই ফুটানো পানি ও ফ্রেশ খাবার খাওয়াতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইফয়েড টিকা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান

১৪০ আসনে প্রার্থী ঘোষণা গণতন্ত্র মঞ্চের

সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডার বেছে নিলেন সিকান্দার রাজা

খুলনায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বন্দরের অরক্ষিত হাউসে প্রাণ গেল শিশুর

এআই দিয়ে অশ্লীল ছবি বানানোর অভিযোগে কলেজছাত্র বহিষ্কার

সিরাজগঞ্জে ভটভটির ধাক্কায় শিশুসহ দুজন নিহত

মাঝরাতে প্রেমিককে ডেকে এনে ভয়াবহ কাণ্ড ঘটালেন গৃহবধূ

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে যবিপ্রবির চমক

সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১০

‘ঋণ শোধ করার আগেই ভাই দুনিয়া থেকে চলে গেল’

১১

সড়কে নিজ মোটরসাইকেলের পাশে পড়ে ছিল মঞ্জুর মরদেহ

১২

আমীর খসরু / যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, তা নিয়েই এগিয়ে যেতে হবে

১৩

ইহুদিদের উৎসবের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করল ইসরায়েল

১৪

এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপের টিকিট পেল যে ১৯ দেশ

১৫

টেলিস্কোপে চাঁদ-তারা দেখে মুগ্ধ শিক্ষার্থীরা

১৬

আস-সুন্নাহ ফাউন্ডেশনে কাজের সুযোগ, থাকছে একাধিক সুবিধা

১৭

ঘানি টানা ষাটোর্ধ্ব দম্পতির পাশে তারেক রহমান

১৮

পটুয়াখালীতে ক্যাম্পে র‍্যাব সদস্যের মৃত্যু

১৯

চুক্তি হলেও উত্তর গাজায় ফিলিস্তিনিদের বাধা ইসরায়েলের

২০
X