ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রী থেকে চাঁদা আদায়ের অভিযোগ

ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন সৌরভ। ছবি : কালবেলা
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন সৌরভ। ছবি : কালবেলা

ফেনীর সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রীর থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে আফাজ উদ্দিন সৌরভের বিরুদ্ধে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (২৩ এপ্রিল) এ ঘটনায় সংগঠনবহির্ভূত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে তাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রলীগ। আগামী তিন কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়।

জানা গেছে, উপজেলার চরমজলিশপুরের চান্দলা গ্রামের সৌদি প্রবাসী বেলায়েত হোসেনের ছেলে ফাহাদ হোসেনের সঙ্গে মতিগঞ্জ ইউনিয়নের একটি মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি ফাহাদের মা জানতে পেরে ছেলে ফাহাদ হোসেনকে ওই মেয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলেন। এতে মেয়েটি যোগাযোগ বন্ধ না করে ছেলের বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে। এতে নিরুপায় হয়ে ছেলের মা মেয়ের বাড়িতে গিয়ে তার অভিভাবককে ছেলের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে অনুরোধ করেন। এ সময় উল্টো মেয়ের পরিবার ছেলের মাকে আটকে রাখে।

আরও জানা যায়, খবর পেয়ে আফাজ উদ্দিন সৌরভ মতিগঞ্জ গিয়ে ফাহাদ হোসেনের মাকে উদ্ধার করে নিয়ে আসে। এ অজুহাত দেখিয়ে ফাহাদের মায়ের ব্যবহত স্বর্ণ স্থানীয় কুঠিরহাট বাজারে এক স্বর্ণ দোকানে বন্ধক রেখে দেড় লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে সৌরভ ওই প্রবাসীর স্ত্রীর কাছ থেকে আরও ২০ হাজার টাকা আদায় করে। গত ২১ এপ্রিল প্রবাসীর স্ত্রীর কাছে আরও ৫০ হাজার টাকা দাবি করলে বিষয়টি প্রকাশ হয়ে যায়। সম্প্রতি ফাহাদের বাবা প্রবাসী বেলায়েত হোসেন খবর পেয়ে ওই টাকা ফেরত আনতে ফাহাদের মাকে চাপ প্রয়োগ করে। এতে টাকা না দিয়ে উল্টো প্রবাসীর স্ত্রীকে হুমকি দিচ্ছে এই ছাত্রলীগ নেতা।

ফাহাদের মা জানান, সৌরভ নিজে তার বাড়িতে এসে স্বর্ণ নিয়ে তাকেসহ কুঠিরহাট বাজারে গিয়ে এক স্বর্ণ দোকানে স্বর্ণ বন্ধক রেখে দেড় লাখ টাকা নিয়ে যায়। সম্প্রতি তিনি আরও ৫০ হাজার টাকা দিতে চাপ প্রয়োগ করে। এতে নিরুপায় হয়ে তিনি বিষয়টি তার পরিবারকে ও স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে অবহিত করে।

চরমজলিশপুর ইউপি সদস্য মো. রিয়াদ জানান, ছেলের মাকে ব্লাকমেইল করে ছাত্রলীগ নেতা মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবুর নাম ভাঙ্গিয়ে ওই মেয়ের সঙ্গে ছেলের বিয়ে না দেওয়ার কথা বলে দেড় লাখ টাকা আদায় করে।

এ বিষয়ে জানতে চাইলে চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন সৌরভ বলেন, ফাহাদের মাকে মতিগঞ্জ ইউনিয়নে ওই মেয়ের বাড়িতে আটকে রাখলে বিষয়টি ফাহাদ আমাকে জানায়। পরে আমি গিয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের সঙ্গে কথা বলার পর মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সালিশ বৈঠকের কথা বলে ছেলের মাকে নিয়ে আসি। এ জন্য আমি তার কোনো টাকা গ্রহণ করিনি। স্থানীয় ইউপি সদস্য মো. রিয়াদ আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে।

সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সাইমুন বলেন, আমরা বিষয়টি জানতে পেরে তাকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোর্টিশ করেছি। যদি ঘটনা সত্যি হয় তাহলে বাংলাদেশ ছাত্রলীগের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরের সাধারণ এই ৬ খাবারই দূর করবে আপনার অনিদ্রা

মেডিকেল ট্যুরিজমে চমক এনেছে সুহা ট্র্যাভেলস থাইল্যান্ড

সুদান / এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত

কারোর চাহিদা বিবেচনায় শাপলা কলি যুক্ত করা হয়নি : ইসি সচিব

বসুন্ধরার আই ব্লকে উদ্বোধন করা হলো ‘হেরিটেজ সুইটস’র ২য় শাখা

সরকারি অফিসে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান ইস্যুতে বিএনপির ক্ষোভ

চকরিয়ার ৮০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

জকসুতে নতুন ১০ পদ সংযোজনের দাবি ছাত্রদলের

চট্টগ্রাম চেম্বারের নির্বাচন স্থগিত করলেন আদালত

১০

বিইউএফটিতে ‘ভয়েসেস ফর প্যালেস্টাইন : এ সলিডারিটি ইভেন্ট’ অনুষ্ঠিত 

১১

বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম

১২

বিয়ে করলেন সঞ্জয়-মাহিমা, গুঞ্জন না কি সত্যি?

১৩

মাঠ থেকে কৃষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৪

ইউটিউবে যুক্ত হলো আকর্ষণীয় ফিচার, নতুন যে সুবিধা পাবেন

১৫

বিএনপি কাবিননামায় সই করেছে, এখন না বলার অপশন নেই : নাসীরুদ্দীন

১৬

‘শাপলা কলি আমরা মানি না’

১৭

আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে : পাকিস্তান

১৮

জাপানের এনইএফ বৃত্তি পেলেন বাকৃবির ২০ শিক্ষার্থী 

১৯

‘শাপলা কলি’ নিয়ে এনসিপি নেত্রীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া

২০
X