রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৪৩ ডিগ্রি তাপমাত্রায় ওষ্ঠাগত জনজীবন

তীব্র দাবদাহে রাজশাহীর কৃষকরা ধান কাটছে। ছবি : কালবেলা
তীব্র দাবদাহে রাজশাহীর কৃষকরা ধান কাটছে। ছবি : কালবেলা

বেশ কয়েকদিন থেকেই সূর্যের পোড়া দহনে রাজশাহীর মানুষ ও প্রাণিকুলের জীবন ওষ্ঠাগত। প্রতিদিনই রাজশাহীতে সর্বোচ্চ তামপাত্রার রেকর্ড হচ্ছে। আর এরই মধ্যে মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় রাজশাহীতে তাপমাত্রার রেকর্ড হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। সূর্য ওঠার পর থেকেই তীর্যক রশ্মি আর আগুন মিশ্রিত লু-হাওয়ায় মানুষের মাঝে রীতিমতো তৈরি হয়েছে নাভিশ্বাস। এই পরিস্থিতিতে যেন মানুষের বেঁচে থাকাটাই দায় হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, কয়েকদিন থেকেই তীব্র তাপপ্রবাহের কারণে দুপুরের পর প্রধান প্রধান সড়ক ফাঁকা হয়ে যাচ্ছিল। কিন্তু শুক্রবার থেকে হঠাৎ তাপমাত্রা ৪২ ডিগ্রি অতিক্রম করায় শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার পর থেকেই রাজশাহীর রাস্তাঘাট একেবারেই ফাঁকা হওয়া শুরু করে।

শুক্রবারের পর থেকে রাজশাহীতে প্রায় একই ধরনের তামপাত্রা বিরাজ করায় নাভিশ্বাস দেখা দিয়েছে জনমনে। পরিস্থিতি বিবেচনায় মনে হয়েছে, যেন রাজশাহীতে অঘোষিত কোনো কারফিউ চলছে। বেশ কয়েকদিন তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ায় কিছু মানুষকে ক্লান্ত শরীরে গাছের ছায়ায় বসে থাকতে দেখা গেলেও শুক্রবার থেকে অতি তীব্র তাপপ্রবাহের কারণে গাছের ছায়ার নিচেও মানুষজনকে বসে বিশ্রাম নিতে দেখা যায়নি। তবে রাজশাহীর রাস্তাঘাটে কিছু রিকশাচালক ও খেটে খাওয়া মানুষদের অতি তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে রিকশা চালাতে কিংবা কাজ করতে দেখা গেছে।

রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যক্ষেক গাওসুজ্জামান জানান, ‘মঙ্গলবার রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তামপাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবারও (১ মে) তাপমাত্রার পারদের চেয়ে বেশি কিংবা এমন উঠতে পারে। তবে আপাতত রাজশাহীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে তাপমাত্রা সামনে আরও কয়েকদিন এমন উত্তপ্ত থাকতে পারে।’

তিনি বলেন, গত কয়েকদিন থেকেই রাজশাহীর ওপর দিয়ে অতি তীব্র দাবদাহ চলছে। সাধারণত দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়।

তিনি আরও বলেন, এছাড়া ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপর উঠলেই তাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। হিসেবে গত কয়েকদিন থেকেই রাজশাহীতে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ।’

গত কয়েকদিনের পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, ‘সোমবার (২৯ এপ্রিল) চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রবিবার (২৮ এপ্রিল) রাজশাহীর সর্বোচ্চ তামপাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার (২৭ এপ্রিল) ছিল ৪১ দশমিক ৫ ডিগ্রি এবং গত শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৩টায় রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।’ এমন পরিস্থিতি অতি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন এই আবহাওয়াবিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে’

যে ছয় ফিলিস্তিনি বন্দিকে ছাড়তে রাজি নয় ইসরায়েল

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি : গয়েশ্বর চন্দ্র রায়

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

বাবর আজমকে নিয়ে ধারাভাষ্যে রমিজ রাজার তির্যক মন্তব্য

‘সঠিক ও মানসম্পন্ন সংবাদ উপস্থাপনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে’

আন্দরকিল্লা মসজিদ আইকনিক করতে ব্যয় ৩০০ কোটি

মেসির চেয়েও ধনী শুধু দুইজন ক্রীড়াবিদ!

প্রবাসীর ছেলেকে দাদা-দাদির কবরের পাশে ঠাঁই দিল না চাচারা

১০

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১১

বিপিএলের জন্য নতুন রূপে প্রস্তুত হচ্ছে রাজশাহী স্টেডিয়াম

১২

সাংবাদিককে আটক করে পুলিশের মারধর, গায়েব করার হুমকি

১৩

রেড ক্রিসেন্ট থেকে এনসিপি নেতাকে অব্যাহতি

১৪

নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে আবারও এনসিএল শিরোপা রংপুরের ঘরে

১৫

কিশোরগঞ্জ থাকবে ঢাকাতেই, ছাত্র-জনতার বিক্ষোভ

১৬

মক্কায় ১২৫ কিমি এলাকাজুড়ে স্বর্ণের খনির সন্ধান 

১৭

অগ্রযাত্রায় নবীন শিক্ষকদের অবদান রাখতে হবে : খুবি উপাচার্য

১৮

কক্সবাজার সৈকত থেকে অর্ধশতাধিক টংঘর উচ্ছেদ

১৯

১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই রাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ : ভিসি

২০
X