শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসাসেবাকে মানুষের আস্থার জায়গায় পরিণত করার আহবান প্রাণিসম্পদমন্ত্রীর

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান। ছবি : কালবেলা
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান। ছবি : কালবেলা

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত করার আহবান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান। তিনি বলেন, অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডাক্তারকে নানা প্রতিকুলতার মধ্য দিয়ে রোগীদের চিকিৎসা দিতে হয়। অনেক সময় অনেক কিছুর সংকট থাকে, তারপরও তারা চিকিৎসাসেবা দিয়ে থাকেন। আরও আন্তরিকভাবে রোগীদের সেবা দেওয়ার আহবান জানান। চিকিৎসাসেবাকে সাধারণ মানুষের একটা আস্থার জায়গায় তৈরি করার জন্য আপনাদের আরও কাজ করতে হবে।

বুধবার (১ মে) দুপুরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ অডিটোরিয়ামে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিব) সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আজ অবধি শেখ হাসিনার একজন নিঃস্বার্থ পাহারাদার আমি। যতদিন পাহারাদারের কাজ করছি, ততদিন ধরে ঠিকমতো চোখেও ঘুম আসে না। আর যতদিন বেঁচে আছি ততদিন শেখ হাসিনা ও দলের পাহারাদার হয়েই বেঁচে থাকতে চাই। আব্দুর রহমান বলেন, ফরিদপুরে বঙ্গবন্ধুর অনেক পদচিহ্নের সৃতি রয়েছে। দেশ ও দেশের মানুষের জন্য সংগ্রাম করতে গিয়ে দীর্ঘসময় ফরিদপুর কারাবাসে ছিলেন। তারপরও বঙ্গবন্ধুর নামে ফরিদপুরে কোনো প্রতিষ্ঠান ছিল না। প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ফরিদপুর মেডিকেল কলেজটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ নামে নামকরণ করতে পেরেছি। এখন এই মেডিকেল কলেজে হাসপাতালে একটি বার্ন ইউনিট স্থাপন করার চেষ্টা করা হবে। সেই বিষয়ে ইতোমধ্যেই স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। ফরিদপুরে মুজিব বিশ্ববিদ্যালয় নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করার চেষ্টা অব্যাহত রয়েছে আমার।

মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের উদ্দ্যেশে মন্ত্রী বলেন, মেধামননে যারা সর্বোত্তম, তারাই পারে সর্বোচ্চ স্থানে পৌঁছাতে। এইচএসসি শেষ করে ডা. হতে একজন ছাত্রকে শিক্ষা জীবনে দীর্ঘ সময় পার করতে হয়।

তিনি বলেন, কীভাবে এই প্রতিষ্ঠানটিকে সবকিছুতেই স্বয়ংসম্পন্ন করতে আপনাদের যার যা দায়িত্ব আছে তা আন্তরিকভাবে চালিয়ে যান। ভালো কিছু করতে গিয়ে আমাকে সব সময় আপনারা পাশে পাবেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় এই কৃষক শ্রমিকরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীনের কাজে অন্যদের সঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। শ্রমিকরাই পারে দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) ফরিদপুর জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. এম এ জলিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. মো. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান (মিলন), ফরিদপুর আ. লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান, স্বাচিবের রাজবাড়ী জেলা শাখার আহবায়ক ডা. পারিজাত পাল, সদস্য সচিব ডা. কমল কুমার দাস, স্বাচিবের শরীয়তপুর জেলা শাখার সভাপতি ডা. ওহাব হাওলাদার, সাধারণ সম্পাদক ডা. হারুন অর রশিদ, স্বাচিবের ফরিদপুর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ডা. গণপতি বিশ্বাস দত্ত প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত জেগে মারাত্মক যেসব ক্ষতি করছেন

সংস্কারের পরেই নির্বাচন করতে হবে : নাহিদ ইসলাম

র‍্যাগিংয়ের ঘটনায় ১২ শিক্ষার্থী বহিষ্কার

‘গণঅভ্যুত্থানের ফসল কাদের হাতে তুলে দিয়েছি, ভাবতে হচ্ছে আমাদেরই’

‘জুলাই আন্দোলন ছিল ফ্যাসিবাদের বিপক্ষে জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ’

মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন

নেতাকর্মীদের অসুস্থ স্বজনের খোঁজ নিতে হাসপাতালে মীর হেলাল

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত প্রত্যাহার করতে হবে : ডা. তাহের

বগুড়ায় বিভীষিকাময় দুই হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

১০

অনার্স-মাস্টার্সে প্রথম হয়েও নিয়োগের ভাইভাতে ডাক পাননি আজমল

১১

শহীদ তাহমিদের মৃত্যুর পরেই ফুঁসে ওঠে নরসিংদী

১২

‘তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের দুঃসাহস মেনে নেওয়া হবে না’

১৩

১৬ বছর পর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা, সম্ভাব্য তারিখ জানিয়ে চিঠি

১৪

লামার পর্যটনকেন্দ্র ও রিসোর্ট খুলে দেওয়া হয়েছে

১৫

নির্বাচনকে বিলম্বিত করতে ষড়যন্ত্র চলছে : আসাদুল হাবিব দুলু

১৬

ইরানে ফের হামলার পরিকল্পনা

১৭

কথাবার্তা পরিষ্কার, নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না : রাশেদ প্রধান

১৮

আগস্টের প্রথম দশকেই এসএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল

১৯

ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র মোকাবিলায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন : দুলু

২০
X