গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

চলনবিলের মাঠভরা সোনালি ধান কাটতে ব্যস্ত কৃষকরা

বোরো ধান কেটে নিয়ে যাচ্ছেন কৃষকরা। ছবি : কালবেলা
বোরো ধান কেটে নিয়ে যাচ্ছেন কৃষকরা। ছবি : কালবেলা

বোরো সোনালি পাকা ধানে ভরে গেছে নাটোরের গুরুদাসপুর চলনবিলের মাঠ। বাতাসে পাকা ধানের মতো দুলছে কৃষকের সোনালি হাসি। ইতোমধ্যে মাঠে শুরু হয়েছে ধান কাটার মহোৎসব। কষ্টের ফসল গোলায় তুলতে কৃষকের ঘরে বইছে উৎসবের আমেজ।

আবহাওয়া অনুকূল ও পোকার আক্রমণ না থাকায় এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের ভালো ফলনে খুশি কৃষকরা। তবে কৃষকরা যাতে ধানের ন্যায্যমূল্য পায় তা নিশ্চিত করতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।

কৃষি বিভাগের তথ্য সূত্রে জানা গেছে, জেলায় চলতি মওসুমে এ বছর ৬০ হাজার ৭৭৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে গুরুদাসপুর উপজেলাতে ৫ হাজার ৬১০ হেক্টর জমিতে ২৭ হাজার ২১০ টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ ধরা হয়। নাটোর সদরসহ জেলার সাত উপজেলাতে প্রায় দুই লাখ ৫৭ হাজার ৬৫৯ টন ধান উৎপাদন হবে ধারণা করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার খুবজিপুর ইউনিয়নের চলনবিল মাঠজুড়ে শুধুই পাকা ধান আর ধান। মাঠে ব্রিধান-২৯, ব্রিধান-৫৮, ব্রিধান-৭৪, ব্রিধান-৮৯ সহ স্থানীয় উন্নত অন্যান্য জাতের ধানের আবাদ দেখা গেছে। এর মধ্যে মাঠে বেশি আবাদ হয়েছে ব্রিধান-২৯, ব্রিধান-৫৮ ও ব্রিধান-৮৯ জাতের ধান। শুরু হয়েছে ধান কাটা ও মাড়াইয়ের মহোৎসব।

প্রচণ্ড রোদ মাথায় রেখে ঝড়ের শঙ্কায় কষ্টের ফসল ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। মাঠে দেখা মিলে শ্রমিকদের ধানের বোঝা মাথায় লম্বা লাইন। আর চাতালে মাড়াই করা পাকা ধান ঘরে তুলতে কৃষকদের কর্মব্যস্ততা।

কৃষক জহুরুল, মিজু ও আফজাল হোসেনরা জানান, খরার বছর হলেও ভালো ফলনে ধান উৎপাদনে বৃদ্ধি পেয়েছে। বীজ, সার, কীটনাশক আর পানির অভাব ছিল না। ছিল না কোনো ভাইরাস পোকার আক্রমণ। গত বছর প্রতি বিঘাতে ২২-২৫ মণ ধান হয়েছে। এ বছর সেটা বেড়ে হয়েছে ২৫-৩০ মণ পর্যন্ত। তবে জমি লিজ ও শ্রমিক মূল্য বেড়েছে। গত বছর লিজসহ প্রতি বিঘা জমিতে খরচ হয়েছিল ২৩ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। শ্রমিক মূল্য বাড়ায় একই জমিতে খরচ হয়েছে ২৫ হাজার থেকে ২৭ হাজার টাকা পর্যন্ত।

গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ বলেন, সঠিক সময়ে কৃষকরা ভর্তুকি মূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ পেয়েছে। জমিতে কোনো পোকার আক্রমণ ছিল না। প্রচণ্ড খরতাপেও ধানের ফলন ভালো হয়েছে। এ বছর কৃষকরা উৎপাদিত ফসলে ভালো লাভবান হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল ওয়াদুদ কালবেলাকে বলেন, জেলার ৫০ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে। ইতোমধ্যে পাকা ধান কাটতে সকল উপজেলার কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। অল্প কয়েক দিনের মধ্যেই বাকি ধান কাটা শেষ হবে। এ বছর জেলাতে লক্ষ্যমাত্রার অধিক ধান উৎপাদন হবে এমনটাই আশা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে মেডিকেল কলেজ ও ইপিজেড স্থাপন করা হবে : তারেক রহমান

শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না : শিক্ষা উপদেষ্টা

রমজানের পণ্য নিয়ে ‘সুখবর’ দিলেন বাণিজ্য উপদেষ্টা

যেসব খাবার আপনার দাঁতের ক্ষতি করছে নীরবে

ফের শুরু এনআইডি সংশোধন কার্যক্রম 

বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না : আদালত

কুর্দিদের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল সিরিয়া

গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে : ধর্ম উপদেষ্টা 

কানায় কানায় পূর্ণ কুমিল্লার ফুলতলী মাঠ, বক্তব্য দেবেন তারেক রহমান

গোয়েন্দা রিপোর্টে ভারতকে ‘না’ বলল বাংলাদেশ

১০

স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হোক জনগণ এমন কাউকে সুযোগ দেবে না : ডা. জাহিদ

১১

স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে প্যারোল না দেওয়ায় জাসদের ক্ষোভ

১২

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করেনি পরিবার : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১৩

‘বিয়ে যেদিন, সেদিনই জানবে সবাই’, প্রেম-বিয়ে নিয়ে সাফ কথা ভাবনার

১৪

রুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা গেল ভর্তির তারিখ

১৫

কিশোরদের এআই ব্যবহারে মেটার নিষেধাজ্ঞা

১৬

জনগণকে সঙ্গে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানোর ঘোষণা ড. কাইয়ুমের

১৭

শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

১৮

মাইকেল মধুসূদন দত্ত / জন্ম দ্বিশতবর্ষের আলোয় আধুনিকতার প্রথম মহানায়ক ও তার মনস্তাত্ত্বিক বিনির্মাণ

১৯

খাবার সংক্রান্ত ৬ সাধারণ মানসিক রোগ এবং লক্ষণ

২০
X