প্রেমের সম্পর্কের জেরে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখায় হামলা চালিয়েছে কিশোর গ্যাং। এ সময় দুই গ্যাং সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোক্তা মো. আব্দুর রাজ্জাক গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সোমবার (৬ মে) রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়ন বলদিপুকুর বাজারে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, সজিব পাহান (২০) ও কনক পাহান (২০)।
জানা যায়, ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখায় কর্মরত জুথি রাণীর সঙ্গে কিশোর গ্যাং লিডার পরাগের প্রেমের সম্পর্ক। পরাগের সন্দেহ তার প্রেমিকার সঙ্গে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোক্তা মো. আব্দুর রাজ্জাকের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে পরাগ আব্দুর রাজ্জাককে বেশ কয়েকবার হুমকি-ধমকিও দিয়েছিল। আজ কিশোর গ্যাং সদস্যরা লাঠি, দেশীয় অস্ত্র ছোরা, লোহার রড নিয়ে অফিসের ভেতরে লুটপাট এবং তাণ্ডব চালিয়ে ভাঙচুর শুরু করে। এ সময় অফিস ভাঙচুর করে প্রায় পনেরো লাখ টাকা লুট করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী শাহ আলম মিয়া জানান, অফিসটির ভেতরে কিশোর গ্যাং হামলা চালিয়ে কম্পিউটার, ল্যাপটপ, চেয়ার টেবিল ভাঙচুর করে এবং ড্রয়ার ভেঙে নগদ টাকা লুট করেছে।
রায়হান নামে একজন জানান, ১০-১২ জন কিশোর গ্যাং সদস্য আকস্মিক অফিসটিতে হামলা চালিয়ে তাণ্ডব চালাতে থাকে। এ সময় আব্দুর রাজ্জাক বাধা দিতে গেলে তার পায়ে দেশীয় ছোরা দিয়ে কোপ দেয়।
ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখায় কর্মরত জুথি রাণীর সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রেমিক পরাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আব্দুর রাজ্জাক বলেন, কিছু বোঝার আগেই কিশোর গ্যাং আকস্মিক আমার অফিসে হামলা চালিয়ে লুটপাট এবং ভাঙচুর চালায়। নগদ পনেরো লাখ টাকাসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালমাল ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক দুজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন