কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০২:৫০ এএম
আপডেট : ০৮ মে ২০২৪, ০৭:৫৮ এএম
অনলাইন সংস্করণ

খোলা আকাশের নিচে চলছে ক্লাস 

খোলা আকাশের নিচে ক্লাস করছে হাসিনা শাহিদ মাধ্যমিক মডেল একাডেমির শিক্ষার্থীরা।
খোলা আকাশের নিচে ক্লাস করছে হাসিনা শাহিদ মাধ্যমিক মডেল একাডেমির শিক্ষার্থীরা।

নেত্রকোনায় কেন্দুয়া উপজেলার হাসিনা শাহিদ মাধ্যমিক মডেল একাডেমির ক্লাস চলছে খোলা আকাশের নিচে। পাঠদান কার্যক্রমের জন্য ৪০ হাত লম্বা যে টিনের ঘরটি ছিল তা কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড হয়ে যায়।

মঙ্গলবার (৭ মে) সকাল থেকে শিক্ষার্থীদের কিছু ক্লাস চলে খোলা আকাশে নিচেই। আর কোনো ঘর না থাকায় খোলা আকাশের নিচেই চলছে পাঠদান।

তবে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে দুর্যোগকালীন সময়ে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি একটি একাডেমিক ঘর নির্মাণের জন্য মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ৫ বান্ডিল অর্থাৎ ৮ ফুট লম্বা ৪০ পিছ টিন বরাদ্দ দেওয়া হয়েছে। টিন পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট কিছু টাকাও বরাদ্দ ছেয়েছেন একাডেমির প্রধান শিক্ষক।

কেন্দুয়ার উপজেলার ৪নং গড়াডোবা ইউনিয়নের গাড়াউন্দ মাস্টার বাড়ি প্রাঙ্গণে ২০১০ সালে স্থাপিত হয় হাসিনা শাহিদ মডেল একাডেমি। ২০১৮ সালে স্বাকৃতি পায় নবম ও দশম শ্রেণির। বর্তমানে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা ২৭৩ জন। শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১২ জন। ৫টি টিনের ঘর থাকলেও গত রোববারের কালবৈশাখী ঝড়ে প্রায় চল্লিশ হাত লম্বা টিনের বড় ঘরটি লন্ডভন্ড হয়ে যায়। বাকি যে ঘরগুলো আছে সেগুলোও ঝড়ে খুবই নড়বড়ে হয়ে পড়েছে।

একাডেমির প্রধান শিক্ষক এম এ সালাম জানান, পিছিয়ে থাকা এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে আমরা জমি দান করে মা-বাবার নামে হাসিনা শাহিদ মডেল একাডেমি স্থাপন করেছিলাম। এখন মাধ্যমিক মডেল একাডেমিতে রূপান্তরিত হয়েছে। ছাত্রছাত্রীর সংখ্যা এবং উপস্থিতিও সন্তোষজনক। কিন্তু একাডেমিক পাকা ভবন না থাকায় ছাত্রছাত্রীদের পাঠদান কার্যক্রম নিয়ে খুবই অসুবিধায় থাকতে হয়। তিনি সরকারের নিকট একটি পাকা ভবন নির্মাণের দাবি জানান।

এদিকে সোমবার সকালে ঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া স্কুল ঘরটি দেখতে যান কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে একটি পাকা ভবন খুবই দরকার। আমরা এ নিয়ে উপর মহলকে অবিহিত করব।

গড়াডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ বলেন, এই কেন্দুয়া উপজেলায় এমনও বিদ্যালয় আছে যেখানে ৩-৪টি পাকা ভবন নির্মিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হাসিনা শাহিদ মাধ্যমিক মডেল একাডেমিতে সরকারের একটি পাকা ভবনও নেই। তিনি এই একাডেমিতে ৪ তলা বিশিষ্ট একটি পাকা ভবন বরাদ্দের জন্য সব ছাত্রছাত্রী অভিভাবকের পক্ষ থেকে জোর দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন কোটি টাকা আত্মসাৎ, এনজিও মালিককে বেঁধে রাখলেন গ্রাহকরা

৭-১: এক পরাজয়, এক জাতির কান্না

নবীগঞ্জে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষ, অ্যাম্বুলেন্স চালক নিহত

সহিংসতার ফলে বৈশ্বিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ জানাল জিপিই

পুকুরে ফেলে যমজ কন্যাশিশুকে হত্যার অভিযোগ, মা-বাবা আটক

টেক্সাসে প্রবল বন্যায় শতাধিক মৃত

গণমাধ্যমকে প্রকাশ্য হুমকি, অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

পুঁতে রাখা বোমা বিস্ফোরণ, ৫ ইসরায়েলি সেনা নিহত

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এসআই প্রত্যাহার

বিয়ের পরে নারীদের ওজন বাড়ে কেন?

১০

চাঁদা দাবির অডিও ফাঁস, বৈষম্যবিরোধী সেই ২ নেতাকে শোকজ 

১১

গণঅভ্যুত্থানের দিনগুলো : ফিরে দেখা ৮ জুলাই

১২

ইরানের সমরাস্ত্র ভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আইআরজিসির উপদেষ্টা

১৩

বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রক এক পরিবার, ২০০ বছরের রহস্যময় গোপনীয়তা

১৪

টিভিতে আজকের খেলা

১৫

রুহুল্লাহ খামেনিকে শেষ করে দিতে চেয়েছিলেন সাদ্দাম হোসেন

১৬

বিমানবাহিনীতে যোগ দেওয়া প্রথম নারী এসথার ম্যাকগোউইন ব্লেক

১৭

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি হবে

১৮

রেস্ট হাউসে ওসিকাণ্ড : স্বেচ্ছাসেবক দল নেতা সনি বহিষ্কার

১৯

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

২০
X