কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০২:৫০ এএম
আপডেট : ০৮ মে ২০২৪, ০৭:৫৮ এএম
অনলাইন সংস্করণ

খোলা আকাশের নিচে চলছে ক্লাস 

খোলা আকাশের নিচে ক্লাস করছে হাসিনা শাহিদ মাধ্যমিক মডেল একাডেমির শিক্ষার্থীরা।
খোলা আকাশের নিচে ক্লাস করছে হাসিনা শাহিদ মাধ্যমিক মডেল একাডেমির শিক্ষার্থীরা।

নেত্রকোনায় কেন্দুয়া উপজেলার হাসিনা শাহিদ মাধ্যমিক মডেল একাডেমির ক্লাস চলছে খোলা আকাশের নিচে। পাঠদান কার্যক্রমের জন্য ৪০ হাত লম্বা যে টিনের ঘরটি ছিল তা কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড হয়ে যায়।

মঙ্গলবার (৭ মে) সকাল থেকে শিক্ষার্থীদের কিছু ক্লাস চলে খোলা আকাশে নিচেই। আর কোনো ঘর না থাকায় খোলা আকাশের নিচেই চলছে পাঠদান।

তবে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে দুর্যোগকালীন সময়ে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি একটি একাডেমিক ঘর নির্মাণের জন্য মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ৫ বান্ডিল অর্থাৎ ৮ ফুট লম্বা ৪০ পিছ টিন বরাদ্দ দেওয়া হয়েছে। টিন পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট কিছু টাকাও বরাদ্দ ছেয়েছেন একাডেমির প্রধান শিক্ষক।

কেন্দুয়ার উপজেলার ৪নং গড়াডোবা ইউনিয়নের গাড়াউন্দ মাস্টার বাড়ি প্রাঙ্গণে ২০১০ সালে স্থাপিত হয় হাসিনা শাহিদ মডেল একাডেমি। ২০১৮ সালে স্বাকৃতি পায় নবম ও দশম শ্রেণির। বর্তমানে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা ২৭৩ জন। শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১২ জন। ৫টি টিনের ঘর থাকলেও গত রোববারের কালবৈশাখী ঝড়ে প্রায় চল্লিশ হাত লম্বা টিনের বড় ঘরটি লন্ডভন্ড হয়ে যায়। বাকি যে ঘরগুলো আছে সেগুলোও ঝড়ে খুবই নড়বড়ে হয়ে পড়েছে।

একাডেমির প্রধান শিক্ষক এম এ সালাম জানান, পিছিয়ে থাকা এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে আমরা জমি দান করে মা-বাবার নামে হাসিনা শাহিদ মডেল একাডেমি স্থাপন করেছিলাম। এখন মাধ্যমিক মডেল একাডেমিতে রূপান্তরিত হয়েছে। ছাত্রছাত্রীর সংখ্যা এবং উপস্থিতিও সন্তোষজনক। কিন্তু একাডেমিক পাকা ভবন না থাকায় ছাত্রছাত্রীদের পাঠদান কার্যক্রম নিয়ে খুবই অসুবিধায় থাকতে হয়। তিনি সরকারের নিকট একটি পাকা ভবন নির্মাণের দাবি জানান।

এদিকে সোমবার সকালে ঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া স্কুল ঘরটি দেখতে যান কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে একটি পাকা ভবন খুবই দরকার। আমরা এ নিয়ে উপর মহলকে অবিহিত করব।

গড়াডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ বলেন, এই কেন্দুয়া উপজেলায় এমনও বিদ্যালয় আছে যেখানে ৩-৪টি পাকা ভবন নির্মিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হাসিনা শাহিদ মাধ্যমিক মডেল একাডেমিতে সরকারের একটি পাকা ভবনও নেই। তিনি এই একাডেমিতে ৪ তলা বিশিষ্ট একটি পাকা ভবন বরাদ্দের জন্য সব ছাত্রছাত্রী অভিভাবকের পক্ষ থেকে জোর দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য : উপদেষ্টা সাখাওয়াত 

জামায়াতের আমির নির্বাচনের ভোটগ্রহণ চলছে, মনোনীত প্রার্থী যারা

রাজবাড়ী / সাত দিনে অর্ধকোটি টাকার জাল ধ্বংস, ২৭ জনের কারাদণ্ড

হংকং চায়না ম্যাচের আগে যে কথা হয়েছিল তামিম-হামজার

পুকুরপাড়ে পড়ে ছিল নারী গ্রাম পুলিশের মরদেহ

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল ইন্দোনেশিয়া

কবে বিদায় নিতে পারে বৃষ্টি জানাল আবহাওয়া অফিস

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বন্ধ যান চলাচল

ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়রে চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

সাত রুটে অস্ত্র ঢুকছে বাংলাদেশে

১০

এপেক্স ফুটওয়্যারের মেইনটেনেন্স বিভাগে চাকরির সুযোগ

১১

শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত মাদ্রাসাছাত্র মাহবুব

১২

ছেলের সঙ্গে কেক কেটে অপুর জন্মদিন উদ্‌যাপন

১৩

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

১৪

টেরিটরি সেলস অফিসার পদে এসএমসিতে চাকরির সুযোগ

১৫

বিএনপি রাজনীতি করে মানুষের মুখে হাসি ফোটানো জন্য : ডা. শামীম 

১৬

স্বামীকে কিডনি দিতে এক মুহূর্তও দেরি করলেন না তরুণী

১৭

গুলশানে ডাক পেলেন পটুয়াখালী বিএনপির ৪ নেতা

১৮

৫ পদে একাধিক নিয়োগ দিচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর

১৯

অনূর্ধ্ব-২০ দল / ৭ ফরোয়ার্ড নিয়ে শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের

২০
X