ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

ফুলের মতো মুগ্ধতা ছড়াচ্ছে ভাঁট ফল

ভাঁট ফল। ছবি : কালবেলা
ভাঁট ফল। ছবি : কালবেলা

কিছুদিন আগেও প্রকৃতিতে ছিল মন জুড়ানো ভাঁট ফুলের আধিপত্য। এ ফুলের নয়নাভিরাম সৌন্দর্যে বিমোহিত হয়েছেন ফুলপ্রেমীসহ নানা বয়সী মানুষ। তবে ফুলের মতো ভাঁট ফলের সৌন্দর্যও উপভোগ করছেন প্রকৃতিপ্রেমীরা।

ভাঁট ফুলের সৌন্দর্যের চেয়ে কোনো অংশে কম নয় ভাঁট ফলের সৌন্দর্য। ভাঁট ফলের সম্মোহনী এ সৌন্দর্য কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যে কাউকে সহজেই আকৃষ্ট করছে।

প্রকৃতিতে শীত শেষেই ফুটতে শুরু করে ভাঁটফুল। ভাঁটফুল মুগ্ধতা ছড়ানোর শেষে ফুল ঝরে গিয়ে ফল আসে। চারপাশে ৫টা লাল রঙের পাপড়ির মাঝখানে রয়েছে কালো রঙের ফল। এ ফলটিও দেখতে ফুলের মতোই সুন্দর। যে কেউ এ ফলকে ফুল ভেবে ভুল করে। ফল দেখলে মনে হয় যেন ফুল ফুটে আছে।

সরেজমিনে দেখা গেছে, গোমতী নদীর দুই পাড়ের বিভিন্ন জায়গায়, বনেবাদাড়ে, উপজেলার বিভিন্ন মেঠোপথে ও ঝোপঝাড়ে লাল হয়ে ধরে আছে ভাঁটফল। প্রকৃতিকে আরও রঙিন করে দিতে নিজেদের সৌন্দর্য মেলে ধরতে থোকায় থোকায় ধরে আছে। ভাঁট ফুলের সৌন্দর্যে প্রকৃতি যেমন সেজে উঠেছিল তেমনি আরও সুন্দর হয়ে উঠেছে ভাট ফলের সৌন্দর্যে।

জানা গেছে, ভাঁট বা বনজুঁই একটি শাখা-প্রশাখাবিশিষ্ট ঝোপজাতীয় গুল্মশ্রেণির বহুবর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ক্লেরোডেনড্রাম ভিসকোসাম। এটি অতিপরিচিত একটি বুনো উদ্ভিদ। এর ফুল সাদার মধ্যে হালকা বেগুনি মিশ্রিত স্নিগ্ধ সুন্দর। ভাঁটফুল ৫টি পাপড়ি নিয়ে ফোটে থোকায় থোকায়। এ ফুলের গন্ধ রাতে তীব্র হয়ে ওঠে। এর আদি নিবাস ভারতীয় উপমহাদেশে। এটি কোনো পরিচর্যা ছাড়াই অনাদর ও অবহেলায় পথের ধারে, জলাশয়ের পাড়ে ও বাড়ির আশপাশে জন্মে ও বেড়ে ওঠে।

ভাঁট শুধু সৌন্দর্যই বিলায় না, এর রয়েছে ঔষধি গুণ। আয়ুর্বেদ শাস্ত্রমতে, ভাঁট গাছের সবুজ পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার। এতে মানবদেহের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ফাইবার থাকার কারণে এটি কোষ্ঠকাঠিন্য দূরীকরণে সহায়তা করে। এর পাতায় অ্যান্টি-ডায়াবেটিক উপাদান আছে। এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লোমেটরি উপাদান আছে বলে এটি শ্বাসযন্ত্রের রোগ নিরাময়ে সহায়ক। মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভাঁট গাছের পাতার জুড়ি নেই। হজমশক্তি বৃদ্ধিতেও ভাঁট গাছের পাতা ব্যবহার করা হয়। এ ছাড়া পাতা, বীজ ও ফল আদিকাল থেকেই আরও নানা রোগে ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

স্থানীয় বাসিন্দা নওশিন ইশতিয়াক কালবেলাকে বলেন, ভাঁট ফুল ফুরিয়ে গেলে ভাঁট গাছের ফুলের স্থানে ফুলের মতো ফল ধরে। এ ফলটি দেখলে যে কেউ এটাকে ফুল মনে করবে। ফলের সৌন্দর্য যে কাউকে টানে। আমাদের বাড়ির পাশের সড়কের পাশে ভাঁটফল ধরে আছে। ফলের সৌন্দর্যে প্রকৃতিও সুন্দর হয়ে উঠেছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ভাট তার সম্মোহনী ফুল ও ফল দিয়ে সৌন্দর্য প্রেমীদের মুগ্ধ করে। গাছটির ফল ফুল থেকে কোনো অংশে কম নয়। কেউ না চিনলে ফলকে ফুল ভেবে ভুল করবে। প্রতি গ্রীষ্মকালে এ গাছে ফুল ও ফল ধরে। আমাদের বাড়ির রাস্তার দুপাশে টকটকে লাল হয়ে ফুলের সৌন্দর্যে ধরে থাকা ফল আসা-যাওয়ার পথে চোখে পড়ে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানি চিকিৎসক ডা. সোহেল রানা কালবেলাকে বলেন, ভাঁট ঔষধি গাছগুলোর মধ্যে অন্যতম একটি গাছ। এটি প্রাচীনকাল থেকেই মানুষের নানা রোগে ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রকৃতিতে ফাল্গুন মাস এলেই এ গাছে ফুল ফোটে। এতে পরিবেশে নতুন এক মাত্রা যোগ হয়। ফুল ঝরে গেলে এ গাছের ফল স্পষ্ট হয়ে ওঠে। এ গাছের ফলও ফুলের মতোই মুগ্ধতা ছড়ায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অহেতুক সাংবিধানিক বিতর্ক তুলে বারবার জটিলতা তৈরি করা হচ্ছে : এবি পার্টি

গাইবান্ধায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কাগজের কাপে চা-কফি খাচ্ছেন? পিছু নিতে পারে ভয়াবহ যেসব রোগব্যাধি

‘কোরআন অবমাননা’ / সেই অপূর্বর বিরুদ্ধে যে ব্যবস্থা নিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

ভারতে ছোট পোশাক পরায় মডেলদের শাসাল হিন্দু সংগঠন

বিসিবি নির্বাচন ঘিরে প্রভাব খাটানোর অভিযোগ, যা বললেন বুলবুল

স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম, ধানক্ষেতে পড়ে ছিল যুবকের নিথর দেহ

বিসিটিআইয়ের স্বল্পমেয়াদি কোর্সের সনদ পেলেন ৬০ প্রশিক্ষণার্থী

কয়েক মিনিটের ভয়াবহ ঘূর্ণিঝড়, বিধ্বস্ত একাধিক গ্রাম

রুয়েটের ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি

১০

রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন নিয়ে আইনি নোটিশ

১১

ওএসডিতে থাকা ৬৯ উপসচিবকে পদায়ন

১২

বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে : ফখরুল ইসলাম

১৩

কাঁচামরিচের কেজি ৩৬০ টাকা

১৪

ঐকমত্য কমিশনের আলোচনা ৮০ শতাংশ ইতিবাচক : রাশেদ খান

১৫

হ্যান্ডশেকের পর এবার ভারত-পাকিস্তান ম্যাচে টস বিতর্ক

১৬

একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ

১৭

কোরআন অবমাননাকারীকে আইনের আওতায় আনতে হবে : মাওলানা রাব্বানী

১৮

গাজায় পৌঁছাতে পারেননি শহিদুল আলম, জানালেন সর্বশেষ পরিস্থিতি 

১৯

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

২০
X