নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০২:০৮ পিএম
আপডেট : ০৮ মে ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘আর কখনও ভোট দিতে পারব কি না ঠিক নেই’

ভোট দিতে শত এসেছেন বছরের বৃদ্ধা রেজিয়া বেগম। ছবি :  কালবেলা
ভোট দিতে শত এসেছেন বছরের বৃদ্ধা রেজিয়া বেগম। ছবি : কালবেলা

নওগাঁর ৩ উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোটগ্রহণ। বুধবার (৮ মে) জেলার বদলগাছী, ধামইরহাট ও পত্নীতলা উপজেলায় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নাত বউয়ের সঙ্গে লাঠি হাতে ভোট দিতে এসেছেন শত বছরের বৃদ্ধা রেজিয়া বেগম। তার হাত ধরে নিয়ে যাচ্ছে নাত বউ তাজমিনা।

বৃদ্ধা রেজিয়া তার বয়স শত বছরের উপরে দাবি করে জানালেন, আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিব। তাই কষ্ট ভোট দিতে এসেছি। নাতবউ এবং রেজিয়া দুজনের চোখেমুখেই আনন্দের ছাপ।

একই কেন্দ্রে কোমরে হাত দিয়ে লাঠিতে ভর দিয়ে একাই ভোট দিতে এসেছেন বয়সের ভারে নুয়ে পড়া আরেক বৃদ্ধা। তিনি বলেন আমার সঙ্গে কেউ আসেনি। তারপরও আমি ভোট দিতে এসেছি। কারণ আর কখনো ভোট দিতে পারব কি না, ঠিক নেই।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে জেলার বদলগাছী উপজেলার গোবরচাঁপা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই দুই বৃদ্ধা ভোট দিতে আসেন।

জেলার ধামইরহাট ডিগ্রি কলেজে ভোট দেন ৭০ বছরের তাহেরা খাতুন। তিনি পৌরসভার ১ নং ওয়ার্ডের চকমোর এলাকার বাসিন্দা। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। জোর নেই হাত ও পায়ে। তারপরও উপজেলা পরিষদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য মেয়ে ও নাত বউয়ের সাহায্য কেন্দ্রে হাজির হয়েছেন প্রবীণ এ ভোটার। এ দিকে ভোট দিতে পেরে অনেক খুশি তাহেরা খাতুন।

ভোটকেন্দ্রে সঙ্গে আসা মেয়ে সেলিনা খাতুন জানায়, মা গতকাল থেকেই ভোট দিতে যাবেন বলছিলেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। এজন্য আমরা তার সঙ্গে এসেছি। ভোট দেওয়া প্রতিটি নাগরিকের কর্তব্য। তিনি ভোট দিতে পেরেছেন দেখে আমাদেরও খুব ভালো লাগছে।

ভোটের পরিবেশ সুন্দর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল ছিলো চোখে পড়ার মতো। অপরদিকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করতে গ্রহণ করা হয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে নির্বাচন সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোবাইল টিম এবং একটি করে স্ট্রাইকিং ফোর্স টহলরত রয়েছে। নির্বাচনী এলাকায় ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সাদা পোষাকে পুলিশ, আনসার, র্যাব এবং বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলরত রয়েছেন।

জেলা নির্বাচন অফিসার মো. তারিফুজ্জামান জানিয়েছেন এ তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বদলগাছী উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং ধামইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পত্নীতলা উপজেলায় ৭৪টি, ধামইরহাট উপজেলায় ৫৩টি ও বদলগাছী উপজেলায় ৬৪টিসহ মোট ১৯১টি কেন্দ্রে বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে পত্নীতলা উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১ হাজার ৯২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮৯০ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ১ হাজার ৩০ জন। অপরদিকে ধামইরহাট উপজেলায় আট ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ৬২৬ জন, মহিলা ভোটার ৭৯ হাজার ৬১৮ জন ও হিজড়া ভোটার ২ জন। বদলগাছী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৬ হাজার ১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার ২২০ জন ও মহিলা ভোটার ৮৭ হাজার ৭৮১ জন।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা তারিফুজ্জামান জানান, প্রথম ধাপের নির্বাচনে তিনটি উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখনও পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রত্যেকটি কেন্দ্রে পুলিশ আনসার সদস্য রয়েছেন। এছাড়া কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ম্যাজিস্ট্রেট, পুলিশের টহল টিম ও বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের টহল টিম ও বিজিবি সদস্যরা কাজ করছেন। আশা করছি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ করতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে কারখানার ১০ তলার ছাদ থেকে লাফিয়ে নারী শ্রমিকের মৃত্যু

রাজশাহীতে আগুনে পুড়ে ছাই ১০ বিঘার পানের বরজ

বিয়েবাড়ি থেকে কনের পিতাকে তুলে নিয়ে টাকা দাবি

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী অফিস ভাঙচুর , এলাকায় উত্তেজনা

ঈশ্বরদীতে ফেনসিডিলসহ রেল নিরাপত্তা বাহিনীর সিপাহি আটক

এমপি আনোয়ার খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

রাইসির জন্য দোয়ার আহ্বান

প্রিমিয়ার লিগের শিরোপা সিটির কাছেই থাকল

বাংলাদেশকে লক্কড়ঝক্কড় দেশে পরিণত করেছে আ.লীগ : প্রিন্স

১০

২০৩০ সালে সাড়ে ৫২ লাখ যাত্রী বহন করবে মেট্রোরেল  

১১

পেনিনসুলা স্টিলের এমডিসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১২

ইরানের প্রেসিডেন্টের সন্ধানে সশস্ত্র বাহিনী মোতায়েন, সাহায্য করতে চায় ইরাক

১৩

সাঈদ খোকনের বক্তব্যের বিষয়ে কথা বলবেন না মেয়র তাপস

১৪

কিরগিজে সহিংসতার ঘটনায় ঢাকার উদ্বেগ

১৫

সর্বজনীন পেনশন স্কিম নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষকরা

১৬

‘অটোরিকশা নিষিদ্ধ করার আগে কর্মসংস্থানের ব্যবস্থা করুন’

১৭

বিএনপি এখন জনগণের আস্থার স্থল : আব্দুস সালাম

১৮

চট্টগ্রাম নগর আ.লীগের সম্মেলন অক্টোবরেই

১৯

রিজার্ভ সংকট জাতির জন্য অশনি সংকেত : ১২ দলীয় জোট

২০
X