শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৩:৩৫ এএম
অনলাইন সংস্করণ

পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা, মুক্তিযোদ্ধাসহ আহত ৫

ভাঙচুর করা একটি বাড়ি। ছবি : কালবেলা
ভাঙচুর করা একটি বাড়ি। ছবি : কালবেলা

পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে এক মুক্তিযোদ্ধাসহ পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার ( সুজানগর সার্কেল) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৮ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটেছে।

জানা গেছে, বুধবার ভোটগণনা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোটরসাইকেল প্রতীকের আব্দুল ওহাব বিজয়ী হন। আনারস প্রতীকের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন পরাজিত হন। বুধবার ভোটগণনাকালেই উপজেলার বিভিন্ন এলাকায় বিজয় মিছিল বের করে মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা।

এ সময় তারা মানিকহাট ইউনিয়নের ক্ষেতুপাড়া, সাগরকান্দি ইউনিয়নের সাগরকান্দি, গোবিন্দপুর, শ্রীপুর, দুর্গাপুর, সাতবাড়িয়া ইউনিয়নের ভাটপাড়া, আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর সোনাতালা, বাদাইসহ বিভিন্ন এলাকায় অন্তত অর্ধশত বাড়ি-ঘরে হামলা করে। এতে চারজন আহত হয়েছেন।

একই রাতে আহম্মদপুর ইউনিয়নের দক্ষিণচর এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের বাড়িতেও হামলা করে এবং তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরাজিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর মতো আমার সমর্থকদের শতশত বাড়ি-ঘরে হামলা করা হয়েছে এবং নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। সন্ত্রাসীরা সংখ্যালঘুদের বাড়ি-ঘর ও মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তারা একজন বীর মুক্তিযোদ্ধাকেও হত্যাচেষ্টা করেছে। আমার পরাজয় নিয়ে বা নির্বাচন নিয়ে কোনো অভিযোগ নেই কিন্তু আমার সমর্থকদের বাড়ি-ঘরে এসব নারকীয় তাণ্ডবের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত আইনে আওতায় নিয়ে আসতে হবে।

এ বিষয়ে বিজয়ী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই আমরা বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আমি কয়েকটি বাড়ি পরিদর্শন করেছি এবং তাদের বলেছি থানায় লিখিত অভিযোগ দিতে। অভিযোগ দিলেই মামলা দায়ের করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা

গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

আবারও বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা

ট্রাম্পের হুঁশিয়ারি / ইরানের তেল কিনলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বন্ধ

নতুন করে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র, অপ্রতিরোধ্য ইয়েমেন

রাজশাহীতে পুলিশ দেখে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু

ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

০২ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি

১১

০২ মে : আজকের নামাজের সময়সূচি

১২

ডয়চে ভেলের সংবাদ নিয়ে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের প্রতিবাদ

১৩

‘গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানূষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি কাজ করবে’

১৪

বিএনপিই একমাত্র শ্রমজীবী বান্ধব দল : রোকনুজ্জামান তালুকদার

১৫

বিশিষ্টজনের মত / পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত দেখতে চায় জনগণ

১৬

মে দিবসে ছাগল উপহার পেল শতাধিক পরিবার

১৭

টাঙ্গাইলের জামুর্কীর সন্দেশ পেল জিআই স্বীকৃতি

১৮

বরিশালের আমড়া পেল জিআই স্বীকৃতি

১৯

৫ মে থেকে আইফোনের যেসব মডেলে চলবে না হোয়াটসঅ্যাপ

২০
X