খুলনার কয়রা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের আওতাধীন সড়কে কার্পেটিং এ অনিয়মের অভিযোগ উঠেছে। ডাব্লিউবিএম এর উপরের ময়লা পরিস্কার না করা, জমাট বাঁধা মিশ্রণ ব্যবহারসহ নামমাত্র প্রাইম কোড দিয়ে কার্পেটিং করা হচ্ছে। ফলে সংস্কার করা রাস্তা কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। নিম্নমানের কাজের ফলে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
কয়রা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর সূত্রে, ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় উপজেলার সদর ইউনিয়নের তিন নম্বর কয়রা গ্রামের (ঝিলিয়াঘাটা) কালীপদ মোড় থেকে জিয়াদের মোড় পর্যন্ত ১ হাজার ৫৩০ মিটার সড়কটি সংস্কার করছেন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মা এন্টারপ্রাইজ। কাজটির ৮০ শতাংশ শেষ হয়েছে।
সরেজমিনে দেখা যায়, কাঁদা-মাটি পড়ে রাস্তার ডাব্লিউবিএম-এর অস্তিত্ব প্রায় হারিয়ে গেছে। রাস্তার ডাব্লিউবিএম এর উপরের ময়লা ভালোভাবে পরিস্কার না করে তার ওপর কার্পেটিংয়ের কাজ শুরু করা হয়েছে। জমাট বাঁধা মিশ্রণ ব্যবহারে ফিনিসিং ভালো হয়নি। কোনো প্রাইম কোডের চিহ্ন পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা দিপালী মন্ডল, নিরঞ্জন, ফোনী মন্ডলসহ কয়েকজনের অভিযোগ, পিচের মিশ্রণ সব জমাট বাঁধানো ছিল। অনেক দূর থেকে মিশ্রণ তৈরি করে আনা হয়। নিম্নমাণের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। বিটুমিনের পরিমাণ অনেক কম দেওয়া হচ্ছে। নামমাত্র ছড়িয়ে ছিটিয়ে প্রাইম কোড করা হয়েছিল, সেটাও বৃষ্টিতে ধুয়ে গেছে। যে কারণে ঢালাই মজবুত হয়নি। শনিবার (১১ মে) পিচ ঢালায়ের কাজ শুরু হয়। ওইদিন রাত ১১টা পর্যন্ত কাজ করা হয়।
ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে কাজ দেখাশুনা করছেন তৌহিদ নামে এক ব্যক্তি। তিনি বলেন, খুলনার আঠারো মাইলের প্ল্যান্ট থেকে মিশ্রণ নেওয়া হয়। যথাযথ নিয়মানুযায়ী প্রাইম কোড করা হয়েছিল। শনিবার বৃষ্টির কারণে কয়েক ঘণ্টা কাজ বন্ধ ছিল। বিলম্ব হওয়ায় পিচের মিশ্রণ কিছুটা জমাট হয়ে যায়। তবে ব্যবহারযোগ্য নয় এমন মিশ্রণ ফেরত আনা হয়। কাজের মান ঠিক আছে, বরং আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি।
কয়রা উপজেলা প্রকৌশলী মো. দারুল হুদা বলেন, আঠারো মাইলের বেটিং প্ল্যান্ট থেকে মালামাল আসছে। শনিবার প্রচুর বৃষ্টি হওয়ায় কাজ তিন-চার ঘণ্টা বন্ধ ছিল। কিছু মাল জমাট বেঁধে গিয়েছিল। তবে সেগুলো কার্পেটিংয়ে ব্যবহার করা হয়নি, ফেরত পাঠানো হয়েছে। কাজের সময় অফিসের লোক সেখানে উপস্থিত ছিল।
খুলনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ কে এম আনিছুজ্জামান বলেন, শনিবার দুপুরে বৃষ্টি হওয়ার কারণে প্রায় ৩ ঘণ্টা কাজ বন্ধ ছিল। এ কারণে রাতে কাজ চলেছে। সেখানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন