নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কোটি টাকার ইউনি ব্লকের রাস্তায় ব্যাপক অনিয়মের অভিযোগ

ইউনি ব্লকের রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। ছবি : কালবেলা
ইউনি ব্লকের রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। ছবি : কালবেলা

নওগাঁর রাণীনগরে কোটি টাকার ব্যয়ে ইউনি ব্লক দিয়ে রাস্তা নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা এলজিইডি অফিসের যোগসাজশে নিম্নমানের ইউনি ব্লকসহ নির্মাণসামগ্রী দিয়ে অনিয়ম করে কাজ চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ।

শনিবার (১১ মে) সরেজমিনে দেখা গেছে, বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ইউনি ব্লক দিয়ে রাস্তার কাজ করছেন। তবে নির্মাণকাজ চলা অবস্থায় দেখাশোনার জন্য উপজেলা এলজিইডি অফিসের কাউকে দেখা যায়নি।

জানা গেছে, উপজেলা সদরের রেলস্টেশন এলাকা থেকে রাজাপুর গ্রাম হয়ে রাণীনগর-আবাদপুকুর সড়ক পর্যন্ত ও দক্ষিণ রাজাপুর মোড় থেকে মিনাপাড়া পর্যন্ত দুই কিলোমিটার। এ রাস্তা আধুনিক মানের করতে ইউনি ব্লক দিয়ে রাস্তা নির্মাণের জন্য গত বছরের জুনে টেন্ডার দেওয়া হয়। ব্যয় ধরা হয় ১ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার ১৮৬ টাকা। কাজটি পায় মেসার্স জেএস এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের মেয়াদকাল ছিল একই বছরের শেষের দিকে। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শুরু এবং শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর চলতি বছরের প্রথম দিকে রাস্তাটির পাকার কার্পেটিং তুলে নির্মাণকাজ শুরু করেন।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম, মোহন, হামিদুল, নাজমা, ডেইজিসহ কয়েকজন জানান, কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়ম করছে। রাস্তার মাঝে মাঝে ভাঙা ব্লক দিচ্ছেন। এরপর রাস্তায় ব্লক দেওয়ার পর রাস্তার দুই পাশে ফাঁকা রাখা হচ্ছে। সেখানে সামান্য সিমেন্ট ও বালি দিয়ে কোনোমতে দায়সারা কাজ করছে। এ ছাড়া দুপাশে অনেক স্থানে মাটিও দেওয়া হয়নি। আমরা কাজের এসব অনিয়মের বিষয়ে বারবার ঠিকাদারকে বললেও তারা ঠিক না করে কাজ চালিয়ে যাচ্ছেন। প্রতিবাদ করলে উল্টো কাজ বন্ধ রেখে চলে যাওয়ার ভয় দেখাচ্ছেন।

তারা ক্ষোভ জানিয়ে বলেন, সিমেন্ট দিচ্ছে না, একদম বালু দিয়ে কাজ করছে। তাই আঙুল দিয়ে টান দিলেই ওঠে যাচ্ছে। যেভাবে অনিয়ম করে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে, তাতে ভারী যানবাহন চলাচল শুরু হলে রাস্তা বেশিদিন টেকসই হবে না। দ্রুত সঠিকভাবে নির্মাণকাজ করতে ঊধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ঠিকাদারের লোকজন তাদের ইচ্ছে মতো কাজ করে যাচ্ছেন। নানা অনিয়মের বিষয়ে বারবার স্থানীয় এলজিইডি অফিসকে জানানো হলেও এলজিইডি অফিস থেকে কাজ দেখাশোনার জন্য কেউ আসে না। বাধ্য হয়ে উপজেলা চেয়ারম্যানকে জানিয়েছি।

রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার আব্দুস সালাম জানান, নির্মাণকাজে কোনো অনিয়ম করা হচ্ছে না। সঠিকভাবে কাজ করা হচ্ছে।

রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু বলেন, এক ইউপি সদস্য ওই রাস্তার কাজে অনিয়মের বিষয়ে অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে এলজিইডি অফিসকে সঠিকভাবে নির্মাণকাজ করার নির্দেশ দিয়েছি।

জানতে চাইলে রাণীনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইসমাইল হোসেন বলেন, সিডিউল মোতাবেক কাজ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া আছে। তারপরও যদি কাজে কোনো অনিয়ম করে, তাহলে কাজ দেখে ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, ইউনি ব্লকের রাস্তা নির্মাণকাজে অনিয়মের কিছু নেই। রাস্তার দুপাশে ফাঁকা থাকা জায়গায় ঢালাইয়ে যদি কোনো সমস্যা থাকে, তাহলে কাজের বিল দেওয়ার আগে সব ঠিক করে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের মৃত্যুর খবরে প্রাণ গেল মায়ের, হাসপাতালে বাবা

হাত-পায়ের পর খণ্ডিত মাথা উদ্ধার

জঙ্গল সলিমপুরের ঘটনায় কালা বাচ্চু গ্রেপ্তার

এমন কাজ করিনি যে সেফ এক্সিট নিতে হবে : প্রেস সচিব

কেন্দ্র দখলের চিন্তা করলে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন : হাসনাত

সীমান্ত থেকে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

সন্ত্রাসী-চাঁদাবাজি চলবে না : ব্যারিস্টার খোকন

জবি সাংবাদিকতা বিভাগের সরস্বতী পূজার ব্যতিক্রমী থিম

গাজীপুরের সেই ঘটনায় গ্রেপ্তার ৫

আইসিজেতে রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখ্যান বাংলাদেশের

১০

মাছের ঘের থেকে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার

১১

টিকটক করতে বাধা দেওয়ায় গৃহবধূর কাণ্ড

১২

জামায়াত প্রার্থীকে শোকজ

১৩

‘জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে ভয় করি না’

১৪

আন্দোলনে শহীদ জাকিরের মেয়ের বিয়েতে তারেক রহমানের উপহার

১৫

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে কবীর ভূঁইয়ার গণসংযোগ

১৬

ঢাকা কলেজে উত্তেজনা

১৭

প্রস্রাবের কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন আসামি

১৮

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন রবিউল

১৯

ব্র্যাক ইপিএল কর্পোরেট ক্রিকেটে সেনাবাহিনী ও ঢাকা ব্যাংকের জয়

২০
X