আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য কমপ্লেক্সের বাগানে নজর কাড়ছে গোলাপি জবা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গোলাপি জবা। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গোলাপি জবা। ছবি : কালবেলা

অতি পরিচিত একটি ফুল জবা। শোভাবর্ধনকারী ফুল হিসেবে জবার নিজস্ব সক্রিয়তা রয়েছে। জবার সৌন্দর্যে দৃষ্টি আটকায় না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এমনই দৃষ্টি আটকানো গোলাপি জবা নজর কাড়ছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফুল বাগানে। গোলাপি জবার মন ভোলানো সৌন্দর্যে বিমোহিত হচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীসহ স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের পাশের ফুল বাগানে নিজেদের সৌন্দর্যের জানান দিচ্ছে গোলাপি জবা। এ ফুলের সৌন্দর্যে বিমোহিত হচ্ছেন স্থানীয় বাসিন্দাসহ হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা। নয়নাভিরাম এ ফুলের সৌন্দর্য ক্যামেরাবন্দি করছেন অনেকেই। আবার কেউ কেউ এ ফুলের সঙ্গে তুলছেন সেলফি। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশে গোলাপি জবা নতুন মাত্রা যোগ করেছে। ফুলপ্রেমীদের কাছে স্বাস্থ্য কমপ্লেক্সের ফুলবাগান এখন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

জানা গেছে, জবার অনেক প্রজাতি রয়েছে। এদের মধ্যে রক্তজবা, ঝুমকাজবা, জবা কুসুম, গোলাপি জবা ও মরিচা জবা উল্লেখযোগ্য। তবে সাধারণত গোলাপি জবা খুব একটা দেখা যায় না। গোলাপি জবা হাইব্রিড জাতের জবা। এর ইংরেজি নাম হিবিসকাস। জবা ফুল আকারে বড় হয়। এ ফুল পঞ্চমুখি ও থোকা আকারের হয়ে থাকে। জবা মালভেসি গোত্রের অন্তর্গত চিরসবুজ পুষ্পধারী গুল্ম। এর আদি নিবাস পূর্ব এশিয়াতে। এটিকে চিনা গোলাপও বলা হয়। এর নানা রঙের ফুলের জন্য বাগানের শোভাবর্ধনে লাগানো হয়।

তবে শুধু শোভাবর্ধনই নয়, জবার রয়েছে ভেষজ গুণ। আয়ুর্বেদ চিকিৎসায় জবার ভূমিকা অপরিসীম। মানবদেহের নানা রোগ নিরাময়ে এটি ব্যবহৃত হয়ে আসছে। আয়ুর্বেদ শাস্ত্রমতে, চুল দীর্ঘ ও উজ্জ্বল করতে জবার কার্যকরী ভূমিকা রয়েছে। শরীরের ক্ষত নিরাময়ে জবা ব্যবহার করা হয়। জবার অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রদাহ বিরোধী ধর্ম থাকায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। জবা অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা তানভীর হাসান রাসেল কালবেলাকে বলেন, ‘এ উপজেলায় আমরা সচরাচর রক্তজবা ও ঝুমকা জবা দেখতে পাই। গোলাপি জবা খুব একটা দেখা যায় না। হাসপাতালের বাগানে ফোটা গোলাপি জবা তাই মানুষকে আকৃষ্ট করছে।’

স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন অনিক কালবেলাকে বলেন, ‘হাসপাতালে আসা রোগীরা ছাড়াও এই গোলাপি জবা দেখতে অনেকেই আসছেন। এই ফুলের সৌন্দর্য মানুষকে সহজেই আকৃষ্ট করছে। অনেকেই এই গোলাপি জবা ফুলের ছবি তুলে নিচ্ছেন নিজেদের মোবাইলে।'

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানি চিকিৎসক সোহেল রানা কালবেলাকে বলেন, ‘আমাদের বাগানে ফোটা নয়ন জুড়ানো গোলাপি জবার সৌন্দর্য উপভোগ করছেন অনেকেই। তবে জবা শুধু সৌন্দর্যই বিলায় না, এর রয়েছে ভেষজ গুণ। বিশেষ করে এ গাছের ফুল মানবদেহের নানা রোগে বহু আগে থেকেই ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। জবার অনেক প্রজাতি রয়েছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন কালবেলাকে বলেন, ‘আমাদের ফুল বাগানে বিভিন্ন ধরনের ফুলের আবাদ করা হয়েছে। এরমধ্যে গোলাপি জবার চারাও বপন করা হয়েছিল। এসব গাছে ফুল এসেছে। ই জবার সৌন্দর্যে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশেও পরিবর্তন এসেছে। এসব ফুলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন নানা বয়সী মানুষ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের গণহত্যায় সাহায্য করা কোম্পানির নাম প্রকাশ

‘রঙবাজার’ আসছে ‌দুর্গাপূজায়

ফেসবুকে তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে কী বললেন সারজিস

এশিয়ান কাপ দিয়ে বিশ্বকাপও খেলার সুযোগ ঋতুপর্ণাদের সামনে

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ক্যারিয়ার গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

নারী নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৪ জনের তিন দিনের রিমান্ড

স্ত্রীর কিডনিতে প্রাণ ফিরে পেয়ে ‘পরকীয়ায়’ জড়ালেন স্বামী, অতঃপর...

টিকটক আসক্তিতে ডিপিডিসি কর্মকর্তা!

ঘুমের সময় মুখ দিয়ে কেন লালা পড়ে, প্রতিকার কী 

সুসজ্জিত গাড়িতে পুলিশ কনস্টেবলের রাজকীয় বিদায়

১০

বালু চুরির অভিযোগে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা

১১

এবার মুরাদনগরে নারীসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

১২

২০১৮ সালের রাতের ভোট নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সিইসি

১৩

ইসরায়েলি হামলায় গাজায় হাসপাতালের পরিচালক নিহত

১৪

হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

১৫

ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি হবে কি না, জানালেন সংস্কৃতি উপদেষ্টা

১৬

ক্রিকেট ছাড়ার পর রেসলিংয়ে নাম লেখাতে যাচ্ছিলেন সাবেক ইংলিশ তারকা!

১৭

তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির নির্দেশনা

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

১৯

অপ্রত্যাশিত ধসের আক্ষেপে তাসকিন

২০
X