সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধান কাটতে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে বিষ্ণুপদ মজুমদার (৫১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরের দিকে উল্লাপাড়া উপজেলার বাঙালা ইউনিয়নের রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষ্ণুপদ মজুমদার রহিমপুর গ্রামের বাসিন্দা।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিষ্ণুপদ নিজেদের জমিতে শ্রমিকদের সঙ্গে ধান কাটছিলেন। প্রচণ্ড গরমে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা যান।
বাঙ্গালা ইউপি চেয়ারম্যান মো. সোহেল রানা জানান, প্রচণ্ড রোদে ধান কাটার সময়ে গরমে অসুস্থ হয়ে বিষ্ণুপদ মজুমদারের মৃত্যু হয়েছে।
উল্লাপাড়া ইউএনও সানজিদা সুলতানা বলেন, বিষয়টি আমাকে এখনও কেউ জানায়নি। আমি খোঁজ খবর নিয়ে জানার চেষ্টা করছি।
মন্তব্য করুন