গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৪, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় আগুনে পুড়ল ১৪ দোকান 

অগিকাণ্ডে পড়েছে ১৪টি দোকান। ছবি : কালবেলা
অগিকাণ্ডে পড়েছে ১৪টি দোকান। ছবি : কালবেলা

গাইবান্ধায় পৌর শহরে কাচারি বাজারে অগিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ১৪টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাতে পৌর শহরের কাচারি বাজার চুড়িপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে অনেকেই আছেন, যাদের ব্যবসা ছাড়া আর কিছুই নেই। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন কাচারি বাজার চুড়িপট্টির একটি দোকানে আগুন জ্বলতে দেখেন। আগুন দ্রুত দোকানগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে। স্থানীয়রা পানি ও বালু ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটসহ স্থানীয়দের চেষ্টায় প্রায় তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ১৪টি দোকানঘরসহ সব মালামাল পুড়ে শেষ হয়ে যায়। তবে এ সময় হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনের খবর পেয়ে চুড়িপট্টির ব্যবসায়ীরা ঘটনাস্থলে এসে দোকান থেকে মালামাল বের করার চেষ্টা করেন। এ সময় ৪টি দোকানের আংশিক মালামাল বের করা সম্ভব হলেও পুড়ে যায় ১০টি দোকানের সম্পূর্ণ মালামাল। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পরপরই আগুনের ঘটনা ঘটায় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। দোকানগুলোতে বিপুল পরিমাণ পণ্য মজুদ ছিল বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানের মালামাল পুড়ে যায়। ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দোকানগুলোতে বিপুল পরিমাণ আতশবাজির পটকা ও কেমিক্যাল থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত করে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধে কাজ করবে ঢাবি-ব্র্যাক

মায়ের সঙ্গে পূজায় ইয়ালিনি

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের গোপন আঁতাত ফাঁস

নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন বিএনপির জন্য

১৪ জেলায় ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

যুদ্ধ বন্ধে ইউক্রেনকে যে শর্ত জুড়ে দিল রাশিয়া

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেলের রজতজয়ন্তী উদযাপিত

পুলিশকে কোপানোর ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার

১০

একা থাকা আর একাকিত্ব অনুভব করা এক বিষয় নয়, বলছে গবেষণা

১১

ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৮ দিনের ছুটি

১২

‘মৃত্যুর পর জাভেদের সম্মাননা’ প্রত্যাখ্যান করলেন নায়কের স্ত্রী

১৩

তৃতীয় বারের মতো সরস্বতী পূজায় নারী পুরোহিত সমাদৃতা

১৪

বিদেশি কূটনীতিকদের সঙ্গে রোববার বৈঠকে বসছে নির্বাচন কমিশন

১৫

শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

সুখবর পেলেন বিএনপির আরও ২ নেতা

১৭

সিডনির কাছে বড় হার, ফাইনালে যাওয়া হলো না রিশাদদের

১৮

গ্রেপ্তারের ১০ মিনিট পর হাসপাতালে আসামির মরদেহ ফেলে পালাল পুলিশ

১৯

ভারতে না এলে ক্ষতিটা বাংলাদেশেরই, দাবি সাবেক ভারতীয় অধিনায়কের

২০
X