গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৪, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় আগুনে পুড়ল ১৪ দোকান 

অগিকাণ্ডে পড়েছে ১৪টি দোকান। ছবি : কালবেলা
অগিকাণ্ডে পড়েছে ১৪টি দোকান। ছবি : কালবেলা

গাইবান্ধায় পৌর শহরে কাচারি বাজারে অগিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ১৪টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাতে পৌর শহরের কাচারি বাজার চুড়িপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে অনেকেই আছেন, যাদের ব্যবসা ছাড়া আর কিছুই নেই। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন কাচারি বাজার চুড়িপট্টির একটি দোকানে আগুন জ্বলতে দেখেন। আগুন দ্রুত দোকানগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে। স্থানীয়রা পানি ও বালু ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটসহ স্থানীয়দের চেষ্টায় প্রায় তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ১৪টি দোকানঘরসহ সব মালামাল পুড়ে শেষ হয়ে যায়। তবে এ সময় হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনের খবর পেয়ে চুড়িপট্টির ব্যবসায়ীরা ঘটনাস্থলে এসে দোকান থেকে মালামাল বের করার চেষ্টা করেন। এ সময় ৪টি দোকানের আংশিক মালামাল বের করা সম্ভব হলেও পুড়ে যায় ১০টি দোকানের সম্পূর্ণ মালামাল। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পরপরই আগুনের ঘটনা ঘটায় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। দোকানগুলোতে বিপুল পরিমাণ পণ্য মজুদ ছিল বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানের মালামাল পুড়ে যায়। ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দোকানগুলোতে বিপুল পরিমাণ আতশবাজির পটকা ও কেমিক্যাল থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত করে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যালটে যেমন দেখা যাবে এনসিপির শাপলা কলি প্রতীক

বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন ২০২৫ উদযাপন

মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

এরদোয়ানকে নিয়ে মন্তব্য করায় সাংবাদিকের ৪ বছর কারাদণ্ড

এবার মালয়েশিয়ার কাছে হারল বাংলাদেশ

পুলিশ বক্সে আশ্রয় নিয়েও বাঁচতে পারলেন না যুবদল কর্মী

অনলাইন শপিং ও গেমিংয়ে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে : ক্যাসপারস্কি

বাউবির ITVET-এর প্রতিষ্ঠাতা পরিচালক হলেন ড. শামীম

সাবেক সচিব লতিফুল বারির মৃত্যু

আবারও ইনজুরিতে নেইমার

১০

চট্টগ্রামে ইয়ুথ চ্যাম্পিয়নস অব দ্য এনভায়রনমেন্ট-২০২৫ অনুষ্ঠিত

১১

বিয়েতে বেলুন বিস্ফোরণ, ভয়াবহ অবস্থা বর-কনের

১২

মায়ের কুলখানি শেষে মারা গেলেন ছেলে

১৩

১ হাজার টাকার জন্য জীবন গেল শুভর

১৪

‘শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে’

১৫

হোয়াইটওয়াশের পর নিজের ভবিষ্যৎ বোর্ডের হাতে ছেড়ে দিলেন গম্ভীর

১৬

ভূমিকম্প / ঢাবির ৬ হলে কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়ন সম্পন্ন

১৭

গণসংযোগে জনস্রোত, আলিঙ্গনে সিক্ত নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৮

শিবির করায় ছাত্রত্ব বাতিল, একযুগ পর মাস্টার্সে পেলেন সিজিপিএ-৪

১৯

মানহানিকর বক্তব্য প্রচার নিয়ে আলী রীয়াজের বিবৃতি

২০
X