বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নের থুইসাপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কটেজসহ ১১টি ঘর পুড়ে গেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রান্নার চুলা থেকে এ আগুনের সূত্রপাত। মুহূর্তে পার্শ্ববর্তী বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে কটেজসহ ১১টি ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন। খবর পেয়ে বিজিবি সদস্যরা এসে আগুন নেভায়। আহতদের উদ্ধার করে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে রান্নাঘরের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ক্যাম্প থেকে বিজিবির সদস্যরা গিয়ে আগুন নেভায়। আগুনে কটেজসহ ১১টি ঘর পুড়ে গেছে। বিজিবি সদস্যদের প্রচেষ্টায় অন্য বসতঘর ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র রক্ষা পায়।
তিনি বলেন, আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন স্থানীয় মানুষ আহত হয়েছেন। তাদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে দুপুরের খাবারও সরবরাহ করা হয়েছে।
তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা কালবেলাকে বলেন, আমার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থুইসা পাড়ায় আগুনে ১১টি বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকার বেশি হবে। ক্ষতিগ্রস্তদের সাধ্যমতো সহায়তা দেওয়া হবে। এ ছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হবে।
মন্তব্য করুন