গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৬টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন সজীব ও শাহীন।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্ল্যা বলেন, রোববার ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তারা অটোরিকশার যাত্রী ছিলেন। এ ছাড়া গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিরা বর্তমানে ফুলবাড়িয়া ফাঁড়ি হেফাজতে রয়েছেন। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।
মন্তব্য করুন