আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৫:৫১ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলে টিকটক করায় শিক্ষার্থী বহিষ্কার

শিবপাশা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সিয়াম মিয়া। ছবি : সংগৃহীত
শিবপাশা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সিয়াম মিয়া। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে স্কুল চলাকালীন হাতের ইশারায় ছাত্রীদের দেখিয়ে টিকটক করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অপরাধে সিয়াম মিয়া নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

গত ১০ মে সিয়ামকে মৌখিকভাবে বহিষ্কার করে স্কুল কর্তৃপক্ষ। নির্দেশ দেওয়া হয়, স্কুল চলাকালীন যেন তাকে আশপাশে দেখা না যায়। যদিও এখনো চিঠির মাধ্যমে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়নি।

বহিষ্কৃত শিক্ষার্থী সিয়াম মিয়া শিবপাশা ইউনিয়নের যশকেশরী গ্রামের মন্নান মিয়ার ছেলে। সে উপজেলার শিবপাশা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা গেছে, সিয়ামের একটি টিকটক গত ২৮ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, বিদ্যালয়ের সিঁড়িতে দাঁড়িয়ে টিকটক করছে সিয়াম। এ সময় তার পাশ দিয়ে কয়েকজন ছাত্রী সিঁড়ি দিয়ে নিচে নামছে। সিয়াম হাতের মাধ্যমে তাদের ইঙ্গিত করে নারীদের নিয়ে একটি অশালীন মন্তব্যে ঠোঁট মেলায়।

টিকটক ভিডিওটি ছড়িয়ে পরার পর সমালোচনার মুখে পড়ে সিয়াম। মন্তব্যের ঘরে অনেকেই তার বহিষ্কার দাবি করেন।

গত ১০ মে বিদ্যালয়ের দাতা সদস্য সুমন চৌধুরী তার নিজ ফেসবুক আইডিতে ওই শিক্ষার্থী বহিষ্কারের বিষয় নিয়ে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি উল্লেখ্য করেন, ‘শিবপাশা উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে নবম শ্রেণির একজন ছাত্র টিকটক করে এবং সেটি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ বিষয়ে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সব সদস্যরা বসে সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত মোতাবেক টিকটককারী শিক্ষার্থীকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার অর্থাৎ ছাত্রত্ব বাতিল করা হয়েছে এবং স্কুল চলাকালীন সময়ে তাকে স্কুলের আশপাশে আসতে নিষেধ করা হয়েছে। শিক্ষার্থী সিয়াম ও তার অভিভাবকদের উপস্থিতিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

স্কুলের দাতা সদস্য সুমন চৌধুরী বলেন, ‘ম্যানেজিং কমিটির সব সদস্য, শিক্ষক ও অভিযুক্ত শিক্ষার্থী তার অভিভাবকসহ এক বৈঠকে ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার ও স্কুল চলাকালীন সময়ে ওই স্কুলের আশপাশে না আসার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় এবং তা রেজুলেশন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’

এ বিষয়ে শিবপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, স্কুল পরিচালনা কমিটি ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত তাকে স্কুলে আসতে নিষেধ করা হয়েছে। লিখিতভাবে তাকে বহিষ্কার কারা হবে কি না সেটা পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষের সভায় সিদ্ধান্তের পর বলা যাবে।

এ বিষয়ে শিক্ষার্থী সিয়ামের পরিবারের কারও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা বসে সিদ্ধান্ত নিয়েছে তাকে বহিষ্কার করবে। ওই শিক্ষার্থীকে মৌখিকভাবে জানানো হয়েছে স্কুলে না আসার জন্য। এখন পর্যন্ত চূড়ান্তভাবে চিঠি দিয়ে জানানো হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা

ভাগ্য পরিবর্তন করতে চাইলে ধানের শীষে ভোট দিন : তারেক রহমান

২৩৮ আসনে গণভোটের প্রার্থী দিল এনসিপি

এবার সাংবাদিকদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য আমির হামজার 

নির্বাচিত হলে ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না : আব্দুল আউয়াল মিন্টু

‘নিউ গাজা’ নিয়ে যেসব পরিকল্পনা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

চট্টগ্রামের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপির কড়া নির্দেশনা

সব শঙ্কা উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ

গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশের পুনর্নির্মাণ সম্ভব নয় : তারেক রহমান

১০

৯ মাসের শিশুকে হত্যার পর যে কাণ্ড ঘটালেন ছাত্রলীগ নেতার স্ত্রী

১১

‘সাংবাদিকতার মূল শক্তি হলো বিশ্বস্ততা’

১২

রাজধানীর ভাটারায় ভয়াবহ আগুন

১৩

বাংলাদেশের বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন জয় শাহ

১৪

শহীদ জাকিরের মেয়ের বিয়েতে উপহার পাঠালেন তারেক রহমান

১৫

শোনা হবে না বিসিবির আপিল, ডাক পেতে যাচ্ছে স্কটল্যান্ড

১৬

বিপিএলে নতুন ‘রাজা’ শরিফুল

১৭

বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কেউ নেই : মির্জা ফখরুল

১৮

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত : প্রধান উপদেষ্টা

১৯

রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বক্তব্যে ক্ষুব্ধ বাংলাদেশ  

২০
X