জামালপুরের সরিষাবাড়ীতে ধারের ১৩০ টাকা ফেরত চাওয়ায় সানাউল ইসলাম নামে এক হরেকমাল ব্যবসায়ীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে মামুন নামে এক যুবকের বিরুদ্ধে।
শনিবার (১৮ মে) রাতে উপজেলার বাউসী চর বাঙালি বাঁশতলা মোড় এলাকার ডা. বাদল সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
আহত সানাউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নাম জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। তিনি কয়েকজন লোক নিয়ে সরিষাবাড়ী পৌরসভার চর বাঙালি বাঁশতলা মোড় এলাকায় ডা. বাদল সুপার মার্কেটে ঘর ভাড়া নিয়ে উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে হরেকমাল বিক্রি করেন।
মারধরকারী মামুন সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের মাগুরিয়া পাড়া গ্রামের বাসিন্দা।
আহতের ছোট ভাই শহীদ হাসান বলেন, আমি মামুনকে কয়েক মাস আগে ১৩০ টাকা ধার দেই। মামুন সেই টাকা ফেরত না দিয়ে ঘুরাচ্ছিল। বিষয়টি আমার বড় ভাই সানাউল জানতে পেরে মামুনের কাছে সেই টাকা ফেরত চান। কিন্তু মামুন উত্তেজিত হয়ে ভাইকে এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করে। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত সানাউল ইসলাম কালবেলাকে বলেন, আমার ছোট ভাইয়ের ধারের টাকা ফেরত চাওয়ার সঙ্গে সঙ্গে মামুন আমাকে মারতে শুরু করে। আমার কাছে থাকা ১০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে। আমি স্থানীয় না হওয়ায় মামুনের হুমকিতে ভীতিকর পরিস্থিতিতে রয়েছি।
মার্কেটের পাশের দোকানদার মো. শাহজাহান আলী জানান, আমি মারধরের শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি মামুন মারধর করছে সানাউলকে। পরে সবাই মিলে সানাউলকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেই।
এ ঘটনায় ডা. বাদল সুপার মার্কেটের স্বত্বাধিকারী ডা. সাইফুল ইসলাম বাদল বলেন, আমি এ ঘটনায় তীব্র নিন্দা জানাই। পাশাপাশি প্রশাসনের কাছে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।
সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন