রংপুরের মিঠাপুকুরে জালভোট দেওয়ায় দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ মে) সকালে উপজেলার শঠিবাড়ি কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করে আদালত বসিয়ে এ কারাদণ্ড দেওয়া হয়।
আটক দুজন হলেন- শঠিবাড়ি দুর্গাপুর গ্রামের বাসিন্দা রুমান মিয়া ও বাদশা মিয়া।
মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস আহাম্মেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার শঠিবাড়ি কলেজ কেন্দ্রে সকাল পৌনে ১০টার দিকে ৭/৮ জন যুবক ভোটকেন্দ্রে প্রবেশ করে। এ সময় পুলিশ বাধা দিলেও যুবকরা অশোভন আচরণ করে। এরপর জোর করে ব্যালট পেপারের একটি বান্ডিল কেড়ে নিয়ে হেলিকপ্টার মার্কায় সিল দিতে থাকে।
তিনি বলেন, এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তিনজনকে আটক করে। পরে জাহিদ নামে একজনের সম্পৃক্তা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। অন্য দুজনের বিরুদ্ধে আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মন্তব্য করুন