শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২
নূর হোসেন মামুন, চট্টগ্রাম
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজস্ব কর্মকর্তা স্বামীর ‘ঘুষের’ টাকায় কোটিপতি স্ত্রী!

দুর্নীতি দমন কমিশন। ছবি : সংগৃহীত
দুর্নীতি দমন কমিশন। ছবি : সংগৃহীত

স্বামী আব্দুল বারিক ছিলেন চট্টগ্রাম কাস্টম হাউসের সাবেক রাজস্ব কর্মকর্তা। সরকারি চাকরিরত থাকা অবস্থায় ‘অবৈধ উপায়ে উপার্জিত অর্থ’ দিয়েই গড়েছিলেন ব্যাপক সম্পদ। কিছু অর্থ রয়েছে নিজের নামে। বাকি সবই স্ত্রী ফেরদৌস ইয়াসমিন খানমের নামে। সরকারি চাকরি না থাকলেও এখন কোটিপতি ফেরদৌস ইয়াসমিন খানম।

তার নামে প্রায় কোটি টাকা বিনিয়োগ রয়েছে ঢাকা-চট্টগ্রাম ও ফেনীর ৩টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। পাশাপাশি বিনিয়োগ রয়েছে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও। শুধু বিনিয়োগ নয়, সরকারি সাবেক এ কর্মকর্তা নিজ ও তার স্ত্রী নামে আছে কয়েক কোটি টাকার সম্পদও। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এমনকি নিজ জেলা নোয়াখালীও আছে ফ্ল্যাট, জমি ও বাড়ি। সবমিলিয়ে এ দম্পতির নামে পারিবারিক ব্যয়সহ সম্পদ রয়েছে ৭ কোটি টাকারও বেশি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে পাওয়া গেছে এমন তথ্য। কর্মরত থাকা অবস্থায় তিনি অবৈধ কামাইয়ে নিজের ও স্ত্রী ফেরদৌস ইয়াসমিনের নামে ঢাকা, চট্টগ্রাম ও নোয়াখালীতে গড়েন অঢেল সম্পদ।

অবৈধ সম্পদ অর্জন এবং দুদকের কাছে সম্পদের তথ্য গোপনের দায়ে কাস্টম হাউসের সাবেক রাজস্ব কর্মকর্তা আব্দুল বারিক ও তার স্ত্রী ফেরদৌস ইয়াসমিন খানমের বিরুদ্ধে মামলাও করেছে দুদক। সোমবার (২১ মে) দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ মামলা দুটি দায়ের করা হয়। কার্যালয়টির উপসহকারী পরিচালক মো. সবুজ হোসেন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম কাস্টমসের সাবেক রাজস্ব কর্মকর্তা আবদুল বারিক ও তার স্ত্রীকে সম্পদ বিবরণী চেয়ে ২০২০ সালের অক্টোবর মাসে নোটিশ দেয় দুদক। জমা দেওয়া সম্পদ বিবরণী যাচাইবাছাইয়ের পর জানা গেছে, ফেরদৌস ইয়াসমিন খানম ১ কোটি ৯২ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ সম্পদের মালিক।

এজাহারে আরও বলা হয়, পেশায় গৃহিণী হয়েও স্বামীর অবৈধ আয়ে এসব সম্পদের মালিক হন ফেরদৌস ইয়াসমিন খানম। অপরদিকে, আবদুল বারিক ১ কোটি ২৩ লাখ ১৪ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেন।

অনুসন্ধানে জানা গেছে, আবদুল বারিক চট্টগ্রাম কাস্টমসে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারি নিয়োগ পান। ২০১০ সালে তিনি রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নতি লাভ করেন। আর অবসর নেন ২০১৪ সালে।

দুদক জানায়, সরকারি চাকরিরত থাকা অবস্থায় অবৈধ উপায়ে উপার্জিত অর্থ দিয়েই এসব অবৈধ সম্পদ অর্জন করা হয়েছে। একটি মামলায় আব্দুল বারিকের বিরুদ্ধে অসাধু উপায়ে অর্জিত ১ কোটি ২৩ লাখ ১৪ হাজার ৯২২ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ৭০ লাখ ৬২ হাজার ১৫৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। অন্য মামলায় স্বামী স্ত্রী দুজনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অবৈধভাবে অর্জন করা ৩২ লাখ ২৬ হাজার ৬ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ১ কোটি ৯২ লাখ ৬৫ হাজার ৮০৮ টাকার জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

জানা গেছে, আবদুল বারিক নিজ নামে চট্টগ্রাম নগরের ম্যাক্স হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ১৬৬ লাখ টাকা, এইচবি অটোমোবাইলস অংশীদারী ব্যবসায়ে ৩৮ লাখ ৮৯ হাজার ৪৪২ টাকা বিনিয়োগ করেন। এ ছাড়া তার নামে ৩৫ লাখ ৭০ হাজার টাকার গাড়ি, সেভিং সার্টিফিকেট ক্রয় বাবদ ১০ লাখ টাকা, এক্সিম ব্যাংক আগ্রাবাদ শাখায় ২ লাখ ২১ হাজার ২৬ টাকা সম্পদের তথ্য পাওয়া যায়। এসবের বাইরে স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পায় দুদক।

এ ছাড়া স্ত্রী ফেরদৌস ইয়াসমিন খানমের নামে নগরীর আগ্রাবাদে ৬ তলা বাড়ি, মোহাম্মদিয়া হাউজিংয়ে ৯ শতক জমি, ঢাকার আশকোনা, ১৩৫০ বর্গফুটের ফ্ল্যাট, নাসিরাবাদ হাউজিং সোসাইটি ১৭৫০ বর্গফুটের ফ্ল্যাট, আগ্রাবাদের সিডিএ এলাকায় জমি, ছেলের নামে নিজ জেলায় ৫০ শতাংশ জমি, নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে ১৬ কাঠা জমি, হালিশহরের সোনালি আবাসিক এলাকায় ভবন ও জমি, ঢাকার রামচন্দ্রপুরে ৫০ শতাংশ খালি ভূমি ক্রয়সহ সর্বমোট ২ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার টাকার স্থাবর সম্পদ তথ্য পাওয়া যায়।

তাছাড়া ৩ লাখ ৮১ হাজার টাকার মূল্যের একটি প্রাইভেট কার, ঢাকার উত্তরা হাসপাতালে ৫ লাখ টাকা বিনিয়োগ, ফেনীর আলকেমি হাসপাতালে ৬ লাখ ৩১ হাজার টাকা এবং ম্যাক্স হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেডের ৬৪ লাখ টাকা বিনিয়োগসহ ৮২ লাখ ১৮ হাজার ৮১- টাকার অস্থাবর সম্পদ পাওয়া যায়।

দুদক চট্টগ্রাম জেলা-১ এর উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদত বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, কমিশনের নির্দেশে মামলা দুটি দায়ের করা হয়েছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

রাজধানী থেকে বগুড়া শহর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

১০

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

১১

যশোরের ৪ মহাসড়কে মহাদুর্ভোগ

১২

সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম

১৩

সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

১৪

কিউইদের কাছে বিশ্বকাপে বাংলাদেশের শোচনীয় পরাজয়

১৫

বিএনপি আইনের শাসনে বিশ্বাসী : ব্যারিস্টার অসীম

১৬

প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক : রুমিন ফারহানা

১৭

বিশ্বকাপ দলে ডাক পেলেন ঢাবি ছাত্রদল নেতা

১৮

ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে : প্রেস সচিব

১৯

ছুটির দিনেও জমজমাট চাকসুর নির্বাচনী প্রচার

২০
X