কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুতের লাইন ঘেঁষে বিল্ডিং নির্মাণের সময় প্রাণ গেল শ্রমিকের

পল্লী বিদ্যুতের মেইন লাইন ঘেঁষে চলছে দোতলা বাড়ি নির্মাণের কাজ। ছবি : কালবেলা
পল্লী বিদ্যুতের মেইন লাইন ঘেঁষে চলছে দোতলা বাড়ি নির্মাণের কাজ। ছবি : কালবেলা

মৌলভীবাজারের বড়লেখায় পল্লী বিদ্যুতের মেইন লাইন ঘেঁষে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিলন মিয়া (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ মে) সকালে ময়নাতদন্তের জন্য পুলিশ নিহতের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৩ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে মাধবকুণ্ড পর্যটন কেন্দ্র সংলগ্ন রুকনপুর (বড়খলা) গ্রামের বিদ্যুৎ গ্রাহক কাতার প্রবাসী রাসেদ আহমদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত লিলন মিয়া উপজেলার দোহালিয়া গ্রামের আব্দুল মিয়ার ছেলে। রাতেই হাসপাতাল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়।

জানা গেছে, কাতার প্রবাসী রাসেদ আহমদ পল্লী বিদ্যুতের মেইন লাইন ঘেঁষে দোতলা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। বৃহস্পতিবার নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে ঠিকাদার আব্দুল করিম ৩ থেকে ৪ জন রাজমিস্ত্রি ও নির্মাণ শ্রমিক নিয়ে কাজ করছিলেন। ভবনের ছাদের একপাশের উপর দিয়ে গেছে পল্লী বিদ্যুতের এস. টি লাইন। বিকেলের দিকে নির্মাণ শ্রমিক লিলন মিয়া বিদ্যুৎ সঞ্চালিত ঝুঁকিপূর্ণ লাইনের পাশে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোতলার উপর থেকে পড়ে যান। গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের পাশাপাশি থানায় অপমৃত্যু মামলা দায়ের করে।

প্রবাসীর স্ত্রী ইপা বেগম জানান, ভবনের ফাউন্ডেশন কাজের সময় ঝুঁকিপূর্ণ খুঁটি সরানোর জন্য পল্লী বিদ্যুৎ অফিসে দরখাস্ত করেন। গত ৭ ফেব্রুয়ারি ১৭২৫ টাকা আবেদন ফি জমা দেন। এরপর অনেক দৌড়ঝাঁপ দিয়েও কোনো প্রতিকার মিলেনি। ভবন নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার আব্দুল করিমকে ঝুঁকিপূর্ণ সাইটে কাজ না করতে বলি। কিন্তু তিনি বাধা-নিষেধ না মেনেই একজন মিস্ত্রিকে দিয়ে ওই পাশে কাজ করালে এই দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, বড়লেখার বিভিন্ন এলাকায় পল্লীবিদ্যুতের মারাত্মক ঝুঁকিপূর্ণ হাইভোল্টেজ লাইন রয়েছে। অনেকের বসতঘরের টিনের চালের উপর, ঘরের দেওয়াল এমনকি হাতে ছোঁয়া দূরত্বে বিদ্যুতের লাইন রয়েছে। গত ২৫ মার্চ জুড়ীতে টিনের চালে বিদ্যুৎ লাইন ছিড়ে পড়ে বিদ্যুতায়িত ও অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৬ জনের মৃত্যু হলেও পল্লী বিদ্যুৎ সমিতি এসব মরণফাঁদ বিদ্যুৎ লাইন নিরাপদ করতে কার্যকর উদ্যোগই নেয়নি।

বড়লেখা পল্লী বিদ্যুতের এজিএম (কম) মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, ওই প্রবাসীর বাড়ি তৈরির আগেই এই স্থান দিয়ে বিদ্যুৎ লাইন টানানো ছিল। পল্লী বিদ্যুৎ সমিতিকে অবহিত না করেই তিনি ভবন নির্মাণ করেন। লাইন স্থানান্তরের আবেদন করেই তিনি লাইন ঘেঁষা ঝুঁকিপূর্ণ স্থানে নির্মাণ কাজ করতে থাকেন। প্রায় ঘরের মধ্যেই বিদ্যুৎ লাইন ঢুকিয়ে ফেলেন। লাইন স্থানান্তর করার আগে কোনো ধরনের কাজ করতে বাধা দিলেও গ্রাহক তা মানেননি। বড়লেখায় বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ লাইন শনাক্ত করে তা নিরাপদ করার কাজ চলমান রয়েছে।

থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য ওই শ্রমিকের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১০

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১১

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১২

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৩

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৪

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৫

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৬

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৭

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৮

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৯

বিজয় থালাপতি এখন বিপাকে

২০
X