উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৫:০২ এএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ঘরবাড়ি পুড়ে ছাই। ছবি : কালবেলা
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ঘরবাড়ি পুড়ে ছাই। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার প্রায় সোয়া এক ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবীকর্মী, স্থানীয়রাসহ বিভিন্ন সংস্থার লোকজন ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তা করেন। কিন্তু ততক্ষণে আগুনে প্রায় দুই শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট পুড়ে ছাই হয়ে যায় বলে জানান রোহিঙ্গারা। তারা জানান, আগুনে দিগ্‌বিদিক ছুটাছুটি করতে গিয়ে নারী, শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ মে) বেলা সাড়ে ১১টার ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণের খবর দেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন।

রোহিঙ্গাদের বরাত দিয়ে অতিরিক্ত শরণার্থী কমিশনার সামছু-দৌজা বলেন, ‘বেলা সাড়ে ১১টায় উখিয়ার ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের কাঁঠাল গাছতলাস্থ বাজারে হঠাৎ আগুনে লাগে। এরপর মুহুর্তেই তা বাজারের অন্য দোকানপাটসহ আশপাশে ক্যাম্পের বসত ঘরে ছড়িয়ে পড়ে। পরে তাৎক্ষণিক উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে প্রথমে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তীতে স্টেশনটির আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।’ এরপর সেনাবাহিনী, স্থানীয় স্বেচ্ছাসেবী কর্মিরাসহ বিভিন্ন সংস্থার লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, ‘আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হয় কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনকেও। পরে ফায়ার সার্ভিসের কক্সবাজার থেকে তিনটি এবং টেকনাফ থেকে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।’

প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগুন লাগার ঘটনায় দুই শতাধিক বসতঘর ও বেশ কিছু দোকানপাট সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এ ছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ থেকে ৩০টির বেশি বসতঘর ও অন্যান্য স্থাপনা। তবে এখনও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

সামছু-দৌজা নয়ন বলেন, ‘এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের সংশ্লিষ্টরা কাজ করছে। পাশাপাশি আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণেও সংশ্লিষ্টরা কাজ অব্যাহত রেখেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রিজও হোক ঘরের সৌন্দর্যের অংশ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

আড্ডায় শাহরুখ, সালমান ও আমিরের বন্ধুত্বের গল্প

সুখবর পেল আর্জেন্টিনা, ব্রাজিলের সঙ্গী কেবলই দুঃসংবাদ

একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা-মেয়ে

খাবার টেবিলের গল্প

ইনসাফভিত্তিক শোষণমুক্ত রাষ্ট্র গঠনে জুলাই সনদ ইতিহাস হয়ে থাকবে : লায়ন ফারুক

বাল্ক সেলস বিভাগে নিয়োগ দিচ্ছে মোল্লা সল্ট

২৭ পরীক্ষার্থীর ২২ জন ফেল

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চায় টাইগাররা

১০

হাত-পা ঝিনঝিন বা তালু চুলকানো কীসের ইঙ্গিত?

১১

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

১২

জুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি রোববার

১৩

পাকিস্তানির হামলায় নিহত ৩ ক্রিকেটারের নাম প্রকাশ করল আফগান ক্রিকেট বোর্ড

১৪

ভাইয়ের বিয়েতে যেতে না পেরে নারীর কাণ্ড

১৫

আব্রাহাম চুক্তিতে সৌদি আরবকে যুক্ত করতে চান ট্রাম্প

১৬

শিশুর চোখের সমস্যার এসব লক্ষণ খেয়াল রাখুন

১৭

পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহতের ঘটনায় যা বললেন রশিদ খান

১৮

জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

১৯

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

২০
X