রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩৩
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এখনও সন্ধান মেলেনি ঝরনা দেখতে গিয়ে নিখোঁজ ২ পর্যটকের

কক্সবাজার জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
কক্সবাজার জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

কক্সবাজারের টেকনাফের উপকূলীয় বাহারছড়ায় ঝরনা দেখতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন তিন পর্যটক। তার মধ্যে ফয়জুল করিম রিয়াদ (৩৩) নামে একজন রক্তাক্ত অবস্থায় ফিরে এলেও অপর দুজনের সন্ধান মেলেনি এখনও।

শনিবার (২৫ মে) দুপুর ১টা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এর আগে শুক্রবার (২৪ মে) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়া খালী পাড়া বাঘ ঘোনা বাজারের পূর্বে ঝরনা দেখতে গিয়ে তারা অপহরণের শিকার হন।

অপহরণের শিকার অপর দুজন হলেন, রিজওয়ান ও রিদুয়ান।

স্থানীয়রা আহতাবস্থায় ফয়জুল করিম রিয়াদকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যায়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অপহরণকারীদের থেকে রক্তাক্ত অবস্থায় ফয়জুল কবির রিয়াদ পালিয়ে আসে। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য টেকনাফ হাসপাতালে নিলে চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ছাড়া অপর দুই পর্যটক রিদওয়ান ও রিজওয়ান অপহরণকারীদের কাছে জিম্মি বলে জানা গেছে।

আহত রিয়াদ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব রূপকানিয়া এলাকার মোস্তাক আহমদের ছেলে এবং টেকনাফ আবু হানিফ মার্কেট ইত্যাদি ইলেকট্রিক ও লাইব্রেরি দোকানের মালিক।

অপহরণ থেকে ফিরে আসা ফয়জুল কবির রিয়াদ বলেন, আমাদের দোকানের কর্মচারী রিদুয়ান ঝরনা দেখতে যাওয়ার কথা বলে দুই ভাইকে তাদের এলাকায় নিয়ে যায়। পরে কয়েকজন দুর্বৃত্ত পাহাড়ে এসে আমাদের অপহরণ করে। এ সময় সুযোগ পেয়ে আহত অবস্থায় আমি পালিয়ে যাই। আমার ছোট ভাই রিজওয়ান ও কর্মচারী রিদুয়ান দুজনেই অপহরণকারীদের হাতে জিম্মি। তবে এ ঘটনার সঙ্গে দোকানের কর্মচারী রিদুয়ান জড়িত বলে আমার ধারণা।

স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনজনের অপহরণের খবর পেয়েছি, স্থানীয় এক যুবকের যোগসাজশে নোয়া খালী পাড়া ঝরনা দেখতে যাওয়ার কথা বলে তাদেরকে পাহাড়ের দিকে নিয়ে যায়। শুনেছি একজন রক্তাক্ত অবস্থায় অপহরণের কবল থেকে ফিরে এসেছে।

টেকনাফ মডেল থানার ওসি মো. ওসমান গনি জানান, নোয়া খালী পাড়া এলাকার স্থানীয় যুবক রিদুয়ানের দাওয়াতে এসে দুই ভাইসহ তিনজনকে অপহরণ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একজন ফিরে আসলেও অপর দুজনকে অপহরণ করেছে বলে শুনেছি, তাদের উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

১০

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

১১

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

১২

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১৩

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১৪

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১৫

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১৬

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

১৭

আইফোনের জন্য বন্ধুকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে : রুমিন ফারহানা

১৯

আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনই অগ্রাধিকার হবে : তারেক রহমান

২০
X