সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৪, ১১:৫৭ এএম
আপডেট : ২৭ মে ২০২৪, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
ঘূর্ণিঝড় রিমাল

ফরিদপুরে দমকা হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ফরিদপুরে দমকা হাওয়ায় ভেঙে পড়েছে গাছপালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। ছবি : কালবেলা
ফরিদপুরে দমকা হাওয়ায় ভেঙে পড়েছে গাছপালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। বাদ যায়নি ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন উপজেলাও।

সোমবার (২৭ মে) শেষ রাত থেকে উপজেলা দুটিতে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে, সঙ্গে বইছে দমকা ঝড়ো বাতাস।

এতে কয়েক দিনের অব্যাহত ভ্যাপসা গরম কমে কিছুটা শীতলতা অনুভূত হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই উপজেলার বিভিন্ন স্থান থেকে ঝড়ো বাতাস ও বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে।

তবে, বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। রিমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে ফরিদপুর জেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, থেমে থেমে আসা দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে। শ্রমিকদের দেখা গেছে বৃষ্টির মধ্যেও কাজের খোঁজে বেরিয়েছেন তারা। এ ছাড়া ঝড়-বৃষ্টি উপেক্ষা করে চাকরিজীবীদের অফিসে যেতে দেখা গেছে।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার জানান, রিমালের প্রভাব শেষ না হওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ এবং সড়ক বিভাগকে সর্বাধিক সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সব নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ উপজেলার সব পর্যায়ে জনপ্রতিনিধিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে ও যেকোনো দুর্ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ে নিরাপদ থাকতে কী করবেন?

১. বাড়ির কাছাকাছি থাকা মরা গাছের ডাল ছেঁটে ফেলুন। গাছের ব্যাপারে সতর্ক থাকুন। যাতে বাড়ির ওপর এসে না পড়ে।

২. টিনের পাতলা শিট, লোহার কৌটা যেখানে সেখানে পড়ে থাকলে এক জায়গায় জড়ো করুন। না হলে ঝড়ের সময় এর থেকে বিপদ হতে পারে।

৩. কাঠের তক্তা কাছে রাখুন যাতে কাচের জানালায় সাপোর্ট দেওয়া যায়।

৪. ফোন, ল্যাপটপ ও অন্যান্য জরুরি বৈদ্যুতিক যন্ত্র আগে থেকেই চার্জ দিয়ে রাখুন।

৫. হালকা শুকনো খাবার রাখুন বড়সড় বিপদের জন্য।

৬. পর্যাপ্ত পানি মজুত রাখুন।

৭. যে ঘরটি সবচেয়ে নিরাপদ সেখানে আশ্রয় নিন।

৮. বাড়ির পোষ্য ও গবাদি পশুদেরও নিরাপদ স্থানে এনে রাখুন।

৯. বিদ্যুৎ ব্যবস্থা ঠিক থাকলে টিভি খবরে নজর রাখুন। না হলে রেডিও চালিয়ে রাখতে পারেন।

১০. ঝড় থামতেই বাইরে বের হবেন না। অপেক্ষা করুন কারণ ঘূর্ণিঝড় চক্রাকারে ঘোরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রিমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বয়স শিথিল করে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ

ট্রাম্পের গাজা পরিকল্পনায় পাঁচ প্রশ্নের উত্তর নেই

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কত পেলে পাস, জানাল এনটিআরসিএ

হত্যা মামলার ২০ বছর পর ৩ আসামির যাবজ্জীবন

আফগানিস্তানজুড়ে যে কারণে ইন্টারনেট সেবা বন্ধ

ট্রেন ছাড়তে দেরি, ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ

খাগড়াছড়িতে সহিংসতার তদন্তে ৫ সদস্যের কমিটি

রাজধানীতে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

পাহাড়ের অবস্থা এখন শান্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর সময় জানা গেল

১০

এভারকেয়ার হসপিটাল ঢাকায় বিশ্ব হার্ট ডে উদ্‌যাপন

১১

হান্নান মাসুদের মুচলেকায় মুক্ত সমন্বয়ক রাব্বিসহ চারজন চাঁদাবাজি মামলায় রিমান্ডে 

১২

আবেগ দিয়ে ক্রিকেট বোর্ড চালানো উচিত না : আসিফ মাহমুদ

১৩

স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

১৪

মৃত স্বামীর সম্পত্তি পেতে দ্বিতীয় স্ত্রীর মামলা, তদন্তের নির্দেশ 

১৫

পাকিস্তানে বোমা হামলায় নিহত ১০, অভিযোগ ভারতের দিকে

১৬

দিনদুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

১৭

শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৯ জনের সাক্ষ্য

১৮

উপকূলে সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

১৯

পূজামণ্ডপে চালের বদলে টাকা, সিন্ডিকেটের কবলে বরাদ্দ

২০
X