খুলনায় আজাদ শেখ নামে এক যুবলীগ কর্মীকে হত্যার ঘটনা ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য মো. কবিরুল হক মুক্তি।
বৃহস্পতিবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তিনি অভিযোগ করেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আজাদ শেখকে হত্যা করেছে।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের হামলায় আজ রক্তাক্ত যুবলীগের পরিহিত গেঞ্জি! মৃত আমার যুবলীগের কর্মী!! আজ এই হত্যার মাধ্যমে বিএনপি-জামায়াত তাদের সন্ত্রাসী মনোভাবের জানান দিল। আমি এই হত্যাকাণ্ডের তিব্র নিন্দা জানাচ্ছি এবং এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ।
আওয়ামী যুবলীগ খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে যাওয়ার সময় পরিকল্পিতভাবে আজাদ শেখকে হত্যা করা হয়। আজাদ পেড়লী ইউনিয়ন যুবলীগের সভাপতির বড় ভাই।
মন্তব্য করুন