বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৪, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

২ বছরেও সংস্কার হয়নি বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক

বন্যায় ক্ষতিগ্রস্ত বিশ্বনাথের একটি সড়ক। ছবি : কালবেলা
বন্যায় ক্ষতিগ্রস্ত বিশ্বনাথের একটি সড়ক। ছবি : কালবেলা

সিলেটের বিশ্বনাথে ২০২২ সালের ১৬ জুন ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যার পানিতে তলিয়ে যায় উপজেলার ছোট-বড় প্রায় সবকটি সড়ক। বন্যা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে এসব সড়ক থেকে পানি নেমে গেলেও ভাঙন ও খানাখন্দে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট।

গত দুই বছরেও সংস্কার হয়নি বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো। ফলে প্রতিদিন ক্ষতিগ্রস্ত এ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে উপজেলার সাধারণ মানুষ।

জানা গেছে, ২০২২ সালের বন্যায় এলজিইডির আওতাধীন উপজেলার ছোট-বড় ১০৫টি সড়কে ক্ষতিগ্রস্ত হয়। এরমধ্যে বিশ্বনাথ-লামাকাজি, বিশ্বনাথ-সিংগেরকাছ, বিশ্বনাথ- কামালবাজার, বিশ্বনাথ-খাজাঞ্চি, বিশ্বনাথ-ছালিয়া, বিশ্বনাথ-দশপাইকা সড়কসহ প্রায় শতাধিক সড়ক ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া উপজেলার প্রায় আরও অনেক গ্রামীণ সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছিল। পাশাপাশি প্রায় অর্ধশতাধিক ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। গত দুই বছরে সংস্কারকাজ শেষে উদ্বোধন হয়েছে ১০-১২টি সড়ক। কাজ শেষ পর্যায়ে রয়েছে আরও ১০-১৫টির। আর সম্প্রতি টেন্ডার হয়েছে ৩০ কিলোমিটার সড়কের। এদিকে, পৌর শহরের আঙ্গারুকা ব্রিজের কাজ চলমান রয়েছে। আর প্রাক-প্রকল্পের আওতায় টেন্ডারের অপেক্ষায় রয়েছে ১৭টি ব্রিজ ও কালভার্টের। বাকি সড়ক ও ব্রিজ কালভার্টের সংস্কার কাজের অনুমোধনের অপেক্ষায় রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বন্যার সময় সড়কগুলোতে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে একাকার হয়ে যায়। এসব ক্ষতিগ্রস্ত স্থানে সংস্কার কাজ না হওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। যতগুলো সড়ক সংস্কার হয়েছে সেইগুলোর কাজ ধীরগতিতে হয়েছে। এতে দীর্ঘদিন সংস্কার কাজের জন্য যানবাহন ও জনসাধারণের ভোগান্তিতে পড়তে হয়েছে সবাইকে। ইতোমধ্যে বিশ্বনাথ-লামাকাজি, বিশ্বনাথ-সিংগেরকাছ, বিশ্বনাথ- কামালবাজার সড়কে সংস্কার করা হলেও দুই বছর ধরে বিশ্বনাথ-খাজাঞ্চি সড়কের কাজ এখনো চলমান রয়েছে। দুই মেয়াদের সময় পেরিয়ে গেলেও এখনো কাজ হয়ছে মাত্র ৫০ শতাংশ।

বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু সাঈদ বলেন, বন্যার পরপরই ক্ষতিগ্রস্ত সেতু ও সড়কগুলোর ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে পাঠানো হয়। পর্যায়ক্রমে এসব সড়কের কাজ করা হবে। তবে বৃষ্টির জন্য কাজে দেরি হচ্ছে। আর বিশ্বনাথ-দশপাইকা সড়কের সংস্কার কাজ আগামী সপ্তাহে শুরু হবে।

তিনি বলেন, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী দায়িত্ব নেওয়ার পর উপজেলার সবকটি সড়ক, ব্রিজ সংস্কার ও নতুন সড়ক নির্মাণের পাশাপাশি উপজেলার অবকাঠামোগত উন্নয়নে একটি মাস্টার প্ল্যান করেছেন। সেগুলো বাস্তবায়ন হলে মানুষের প্রত্যাশার চেয়েও এ উপজেলায় কাজ বেশি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারনেট ছাড়াই খুব সহজে গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

অর্থোপেডিক সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন রোববার

অভিনব উপায়ে মাদক নিয়ে যাচ্ছিলেন ননদ-ভাবি

থানার অদূরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চা বিক্রেতা খুন

সংগীতশিল্পী জেনস সুমন মারা গেছেন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভেদরগঞ্জে বিশেষ দোয়া মাহফিল

যুবদলের তিন নেতাকে শোকজ

বিপিএলে রাজশাহীর কোচ হলেন হান্নান সরকার

শনিবার যেসব এলাকায় গ্যাস সরবরাহ ৮ ঘণ্টা বন্ধ থাকবে 

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ১৬৮২

১০

মাটি খননের সময় বেরিয়ে এলো মর্টার শেল

১১

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের টানা চতুর্থ জয়

১২

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে প্রার্থী যারা

১৩

জামায়াত নেতাকে বহিষ্কার

১৪

ঢাবিতে ‘বিশ্ব গণতন্ত্র সম্মেলন’ শুরু হচ্ছে ২৯ ডিসেম্বর

১৫

বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে মিন্টুর দ্বিতীয় দিনের গণসংযোগ শুরু

১৬

কারাগারে থুথু ফেলা নিয়ে দুই হাজতির মারামারি, অতঃপর...

১৭

শায়খ মোখলেসুর রহমান কিয়ামপুরীর বুখারি পাঠদানের ৫৪ বছর পূর্তি উদযাপন

১৮

এবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ : জুয়েল

১৯

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৪১০

২০
X