রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৪, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

২ বছরেও সংস্কার হয়নি বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক

বন্যায় ক্ষতিগ্রস্ত বিশ্বনাথের একটি সড়ক। ছবি : কালবেলা
বন্যায় ক্ষতিগ্রস্ত বিশ্বনাথের একটি সড়ক। ছবি : কালবেলা

সিলেটের বিশ্বনাথে ২০২২ সালের ১৬ জুন ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যার পানিতে তলিয়ে যায় উপজেলার ছোট-বড় প্রায় সবকটি সড়ক। বন্যা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে এসব সড়ক থেকে পানি নেমে গেলেও ভাঙন ও খানাখন্দে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট।

গত দুই বছরেও সংস্কার হয়নি বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো। ফলে প্রতিদিন ক্ষতিগ্রস্ত এ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে উপজেলার সাধারণ মানুষ।

জানা গেছে, ২০২২ সালের বন্যায় এলজিইডির আওতাধীন উপজেলার ছোট-বড় ১০৫টি সড়কে ক্ষতিগ্রস্ত হয়। এরমধ্যে বিশ্বনাথ-লামাকাজি, বিশ্বনাথ-সিংগেরকাছ, বিশ্বনাথ- কামালবাজার, বিশ্বনাথ-খাজাঞ্চি, বিশ্বনাথ-ছালিয়া, বিশ্বনাথ-দশপাইকা সড়কসহ প্রায় শতাধিক সড়ক ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া উপজেলার প্রায় আরও অনেক গ্রামীণ সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছিল। পাশাপাশি প্রায় অর্ধশতাধিক ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। গত দুই বছরে সংস্কারকাজ শেষে উদ্বোধন হয়েছে ১০-১২টি সড়ক। কাজ শেষ পর্যায়ে রয়েছে আরও ১০-১৫টির। আর সম্প্রতি টেন্ডার হয়েছে ৩০ কিলোমিটার সড়কের। এদিকে, পৌর শহরের আঙ্গারুকা ব্রিজের কাজ চলমান রয়েছে। আর প্রাক-প্রকল্পের আওতায় টেন্ডারের অপেক্ষায় রয়েছে ১৭টি ব্রিজ ও কালভার্টের। বাকি সড়ক ও ব্রিজ কালভার্টের সংস্কার কাজের অনুমোধনের অপেক্ষায় রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বন্যার সময় সড়কগুলোতে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে একাকার হয়ে যায়। এসব ক্ষতিগ্রস্ত স্থানে সংস্কার কাজ না হওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। যতগুলো সড়ক সংস্কার হয়েছে সেইগুলোর কাজ ধীরগতিতে হয়েছে। এতে দীর্ঘদিন সংস্কার কাজের জন্য যানবাহন ও জনসাধারণের ভোগান্তিতে পড়তে হয়েছে সবাইকে। ইতোমধ্যে বিশ্বনাথ-লামাকাজি, বিশ্বনাথ-সিংগেরকাছ, বিশ্বনাথ- কামালবাজার সড়কে সংস্কার করা হলেও দুই বছর ধরে বিশ্বনাথ-খাজাঞ্চি সড়কের কাজ এখনো চলমান রয়েছে। দুই মেয়াদের সময় পেরিয়ে গেলেও এখনো কাজ হয়ছে মাত্র ৫০ শতাংশ।

বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু সাঈদ বলেন, বন্যার পরপরই ক্ষতিগ্রস্ত সেতু ও সড়কগুলোর ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে পাঠানো হয়। পর্যায়ক্রমে এসব সড়কের কাজ করা হবে। তবে বৃষ্টির জন্য কাজে দেরি হচ্ছে। আর বিশ্বনাথ-দশপাইকা সড়কের সংস্কার কাজ আগামী সপ্তাহে শুরু হবে।

তিনি বলেন, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী দায়িত্ব নেওয়ার পর উপজেলার সবকটি সড়ক, ব্রিজ সংস্কার ও নতুন সড়ক নির্মাণের পাশাপাশি উপজেলার অবকাঠামোগত উন্নয়নে একটি মাস্টার প্ল্যান করেছেন। সেগুলো বাস্তবায়ন হলে মানুষের প্রত্যাশার চেয়েও এ উপজেলায় কাজ বেশি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১০

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১১

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১২

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

১৩

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর

১৪

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার

১৫

গুম-দুর্নীতি বন্ধে ধানের শীষে ভোট দিন : আশিক

১৬

গ্যাস লাইনে বিস্ফোরণ, ভাইয়ের পর চলে গেল বোনও

১৭

ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকাকে হারাল নামিবিয়া

১৮

জিয়া পরিবারের ত্যাগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য : কফিল উদ্দিন

১৯

বিএনপিকে ঘায়েল করতে চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে : মির্জা ফখরুল

২০
X