অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ হেফাজতে নারী মৃত্যুর অভিযোগ

আফরোজা বেগম। ছবি : সংগৃহীত
আফরোজা বেগম। ছবি : সংগৃহীত

যশোরের অভয়নগরে পুলিশের হেফাজতে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৩ জুন) সকালে এ ঘটনা ঘটে। মৃত ওই নারীর নাম আফরোজা বেগম (৪০)।

পরিবারের অভিযোগ, নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, আফরোজার মৃত্যু হয়েছে হৃদ্‌রোগে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে এসআই সাইফুল ইসলাম, এসআই শামছুল হক, এএসআই সিলন ও পুলিশ সদস্য রাবেয়া গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের আব্দুল জলিল মোল্যার ভাড়া বাড়িতে অভিযান চালায়। অভিযানে জলিলের স্ত্রী আফরোজা বেগমকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে আফরোজাকে থানা হেফাজতে রাখা হলে হঠাৎ রোববার (৩ জুন) সকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় পুলিশ তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আফরোজাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছানোর আগেই রাজারহাট এলাকায় পৌঁছালে আফরোজার মৃত্যু হয়।

আফরোজা বেগমের ছোট ছেলে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির মোল্যা অভিযোগ করে বলেন, শনিবার রাতে আমাদের বাড়িতে পুলিশ এসে আম্মুকে বলে কাছে যা আছে, বের করতে। আম্মু কিছু নেই জানালে এএসআই সিলন নারী পুলিশকে ফোন করে ডেকে আনেন। এরপর শরীর তল্লাশি করে কিছু না পাওয়ায় আম্মুকে চড় মারতে থাকেন। এ সময় আমি মারতে নিষেধ করলে এএসআই সিলন আমাকেও দুটি চড় মারেন। সেই সঙ্গে আমার সামনেই ফ্যানের সঙ্গে চুল বেঁধে আম্মুকে ঝুলিয়ে রাখে।

যশোর জেনারেল হাসপাতাল চত্বরে কান্নাজড়িত কণ্ঠে আফরোজা বেগমের বড় ছেলে মুন্না মোল্যা অভিযোগ করে বলেন, স্থানীয় একটি মহলের ইন্ধনে পুলিশ আমাদের বাড়িতে আসে। এরপর মাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে কয়েকজন পুলিশ মারধর করতে থাকে। এ সময় নিজেদের কাছে থাকা ইয়াবা দিয়ে মাকে ফাঁসিয়ে রাত ১টার দিকে থানায় নিয়ে যায়। সকালে থানায় গিয়ে দেখি আমার মা অসুস্থ। পুলিশকে অনুরোধ করে আমার মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা কয়েকটি টেস্ট দেয়। কিন্তু পুলিশ সেগুলো না করিয়ে আবার থানায় নিয়ে যায়। পরে মা আবারও অসুস্থ হয়ে পড়লে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার সময় রাজারহাট নামক স্থানে মায়ের মৃত্যু হয়।

তিনি অভিযোগ করে আরও বলেন, আমাদের ঘরে থাকা এক লাখ ৮০ হাজার টাকা লুট করেছে পুলিশ। সেই সঙ্গে আরও দুই লাখ টাকা ঘুষের দাবিতে নির্যাতন করে হত্যা করা হয়েছে আমার মাকে।

আফরোজার মৃত্যুর বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রকিবুল ইসলাম বলেন, ওই মহিলা খুবই দুর্বল এবং ব্লাডপ্রেশার খুবই বেশি ছিল। যে কারণে আমি খুলনা রেফার্ড করতে চাইলে পুলিশের অনুরোধে যশোরে রেফার্ড করি।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ বলেন, ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত করা হয়েছে, রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আফরোজার মৃত্যুর বিষয়টি নিয়ে হাসপাতালে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হলে তারা এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

তবে অভয়নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের দাবি, মাদকসহ আটক ওই নারী হৃদ্‌রোগে অসুস্থ হয়ে মারা গেছেন।

আফরোজা বেগমকে নির্যাতন করা হয়েছে এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে এএসআই সিলন বলেন, তাকে মারধর বা ফ্যানের সঙ্গে ঝুলিয়ে নির্যাতনের কোনো ঘটনাই ঘটেনি। তার পরিবারের সদস্যদের এ অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম বলেন, ৩০ পিস ইয়াবাসহ আফরোজা বেগমকে শনিবার রাত দেড়টার দিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মহিলা থানাহাজতে রাখা হলে সকালে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রোববার এশার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আফরোজাকে দাফন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা : রবিন

বিএনপি নেতা আনম সাইফুলের মা জাহানারা বেগম আর নেই

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না আমিরাত

সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে : জামায়াত আমির

যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই : জেলেনস্কি

ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল যুক্তরাষ্ট্র

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়ল ৫ হাজার

অভিনয় ছেড়ে দুবাইয়ে ব্যবসায় মজেছেন অভিনেত্রী

জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না সাদ্দামের

১০

নারী নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার দ্বিতীয় আসর সম্পন্ন 

১১

‘ইয়ামাল অন্য গ্রহের খেলোয়াড়’

১২

ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সকে বরণ, উৎসবে মাতল পুরো নগরী

১৩

নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১৪

একুশে বইমেলা ২০২৬ / প্রকাশকদের অনুরোধে স্টল ভাড়া কমল যত

১৫

গাজায় শেষ বন্দির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

১৬

জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে লুট

১৭

ইতিহাস গড়লেন রিয়াল ব্রাত্য এনদ্রিক

১৮

আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

১৯

প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইনজেকশন পুশ করলেন তরুণী

২০
X