যশোরে ছুরিকাঘাতে তিন স্কুলছাত্র আহত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুর দেড়টার দিকে স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী শিহাব আহমেদ, রাফি চৌধুরী এবং বাদশা ফয়সাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সবুজ হোসেন।
জিলা স্কুলের আহত শিক্ষার্থী রাফি চৌধুরী জানায়, জিলা স্কুলে তাদের পরীক্ষা চলছে। তারা পরীক্ষা দিয়ে দুপুর দেড়টার দিকে স্কুলের সামনে গেলে অজ্ঞাত ৭-৮ জন তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি ছুরি চালায়। এতে সে ও শিহাবসহ আরও কয়েকজন আহত হয়।
বাদশা ফয়সাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সবুজ হোসেন জানায়, তারও পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ করে জিলা স্কুলের সামনে গেলে তাকে ছুরিকাঘাত করে ওই স্কুলের শিক্ষার্থীরা। তবে তার ওপর কী কারণে হামলা চালানো হয়েছে সে বিষয়ে সে পরিষ্কার নয়।
এ বিষয়ে জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন বলেন, পূর্ব শত্রুতার কারণে বহিরাগত ছাত্রদের হামলায় তিন ছাত্র আহত হয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তিনজন স্কুলছাত্রের ছুরিকাঘাতে আহতের খবর শুনেছি। ফোর্স পাঠানো হচ্ছে।
মন্তব্য করুন