কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে রেলগেট সড়ক বেহাল, এলাকাবাসীর ক্ষোভ

গাজীপুরের জয়দেবপুর লেভেল ক্রসিংয়ের দুই পাশে বেহাল সড়কের জন্য দুর্ভোগ। ছবি : কালবেলা
গাজীপুরের জয়দেবপুর লেভেল ক্রসিংয়ের দুই পাশে বেহাল সড়কের জন্য দুর্ভোগ। ছবি : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর লেভেল ক্রসিংয়ের দুই পাশে বেহাল সড়কের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক লাখ মানুষকে। ছোট বড় গর্ত সৃষ্টি হওয়ায় সড়কটি প্রায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। নির্বিকার প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সড়ক সংস্কার ও মেরামতের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, শিববাড়ি-রাজবাড়ী সড়ক গাজীপুর জেলা প্রশাসকের নগর ভবন, পুলিশ সুপার কার্যালয়, জেলার সব আদালত, তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানগুলোয় বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করতে হয় লাখো মানুষের। এ সড়কের জয়দেবপুর লেভেল ক্রসিংয়ের দুই পাশে ২০০ মিটার এলাকাজুড়ে বড় বড় গর্ত হওয়ায় পানি জমে কাদার সৃষ্টি হয়েছে। মেরামতের অভাবে সড়কটিতে সামান্য বৃষ্টির পানিতেই চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ফলে যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনিতে লেভেল ক্রসিংয়ের কারণে এই এলাকায় দীর্ঘ যানজট লেগে থাকত। এখন সড়কের এমন দশা হওয়ায় যানজট প্রকট আকার ধারণ করেছে। ফলে ভোগান্তি বেড়েছে এই সড়ক ব্যবহারকারীদের।

এদিকে জয়দেবপুর রেলস্টেশনের রেলগেট এলাকায় সড়ক সংস্কার, বাইপাস সড়ক নির্মাণ, সিএনজি ও অটোরিকশা নিয়ন্ত্রণসহ বাসযোগ্য সিটির দাবিতে এলাকাবাসীর অংশগ্রহণে মানববন্ধন হয়েছে।

শুক্রবার (৭ জুন) সকালে শহরের রেলগেট এলাকায় গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন নামে স্বেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচি পালন করে। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আলী আকবর, অ্যাড. জাকির হোসেন, ব্যবসায়ী সমিতির নেতা আলী আক্কাস।

বক্তারা বলেন, গাজীপুর একটি বিশেষ জেলা হলেও এখানে রাস্তাঘাটের অবস্থা বেহাল। জয়দেবপুর রেলগেট এলাকায় ভাঙাচোরা সড়ক দিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার অধিবাসীদের। এ ছাড়া লেভেল ক্রসিংয়ে দীর্ঘ সময় যানজটে পড়তে হচ্ছে নগরবাসিকে। কিন্তু সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই অবিলম্বে সড়ক সংস্কার, রেলস্টেশন দুই পাশে বাইপাস সড়ক ও ফ্লাইওভার নির্মাণ করে সাধারণ মানুষকে দুর্ভোগ থেকে মুক্তি দিতে হবে।

স্থানীয় গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল হক বলেন, এত দিন জয়দেবপুরের রেলগেট আমাদের জন্য গলার কাঁটা ছিল। এখন এ সড়কের ভাঙাচোরা ও খানাখন্দ আমাদের সমস্যার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি মেরামত না করায় বড় বড় গর্ত হয়ে পানি জমে দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। এ কারণে এখানে যানজট লেগে থাকছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। জেলা প্রশাসন তার বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকলেও এদিকে নজর দেন না। আমরা সিটি করপোরেশনে ট্যাক্স দিচ্ছি কিন্তু সেবা পাচ্ছি কোথায়।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম সাংবাদিকদের বলেন, আগে কয়েকবার মেরামত করা হলেও রাস্তাটি কিছুদিন পরপরই ভেঙেচুরে যায় এবং জনদুর্ভোগ বাড়ে। এ কারণে রাস্তাটি আরসিসি করার জন্য ইতিমধ্যে ডিপিপি প্রস্তুত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করে চলাচল উপযোগী করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার ৬৮তম স্বাধীনতা উদযাপনে নানা আয়োজন

‘প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার বিরোধী শক্তি হয়ে গেছেন’

ট্রাম্পের রক্তচক্ষুকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত

ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ১

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকু

প্রশাসনের গাফিলতিতে মধ্যরাতে মেয়েদের হল বন্ধ থাকে : জিএস পদপ্রার্থী জেরিন 

চুরির ভোটে জিতেই কি মোদি প্রধানমন্ত্রী? জোরালো হচ্ছে অভিযোগ

আর্জেন্টিনা খেলবে র‌্যাঙ্কিংয়ের ১৫৭তম দলের বিপক্ষে, জেনে নিন সময়সূচি

দুই বাচ্চার মা বলায় দেবের ওপর চটলেন শুভশ্রী

আশুলিয়ায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১০

সংবিধানের বই উঁচু করে অধ্যাপক কার্জন বললেন, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে

১১

সাবমেরিন ক্যাবলে ত্রুটি, ৪ দিন ধরে অন্ধকারে ১৭ ইউনিয়ন

১২

চাঁদাবাজির অভিযোগে ৬ জনের নামে মামলা বিএনপি নেতার

১৩

বিচার, সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই : রাশেদ প্রধান 

১৪

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস 

১৫

শ্যামনগর যুবদলের নতুন আহ্বায়ক শেখ নাজমুল হক

১৬

বাবাকে হত্যার তিন দিন আগেই কবর খোঁড়েন ছেলে

১৭

নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে : মির্জা ফখরুল

১৮

লোকালয়ে ঘুরছে বাঘ, বিজিবির সতর্কবার্তা

১৯

যে তিন নায়িকা নিয়ে কাজ করতে চান যিশু

২০
X