রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৯:১৪ এএম
আপডেট : ০৭ জুন ২০২৪, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে নারী দিয়ে ফাঁদ, গ্রেপ্তার ১২

গ্রেপ্তারকৃত প্রতারকচক্রের সদস্যরা। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত প্রতারকচক্রের সদস্যরা। ছবি : কালবেলা

রাজশাহী মহানগরীতে নারী দিয়ে ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ নারীসহ ১২ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ জুন) সন্ধ্যায় শাহমখদুম থানার পবা নতুনপাড়া বনলতা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানার অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোসা. পপি আক্তার (৩৪), মো. সালাউদ্দিন (৪০), মো. কাউসার (২৫), মো. রহমত আলী (২১), মো. কাউসার (২৩), মো. রাতুল (২০), মো. আশিক হাসান (২৩), মো. মানিক (৩৯), মো. শাকিল আহম্মেদ (২৪), মোসা. সম্পা আক্তার (২০), মোসা. সুমি খাতুন (২৬) ও মোসা. পিয়াংকা খাতুন (২১)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহীর বাগমারার মো. এমরান হোসেন নামে এক ব্যক্তির পূর্বপরিচিত ছিলেন রানা আহম্মেদ নামে আরেক ব্যক্তি। গত বুধবার সকালে ইমরানকে তার শাহমখদুম থানার পবা নতুনপাড়া বনলতা আবাসিকের বাসায় দাওয়াত দেন। ইমরান তার তিন বন্ধুকে সঙ্গে নিয়ে দাওয়াতে যান। সেখানে ইমরান রানা ও তার স্ত্রী ছাড়াও আরও তিন মেয়েকে দেখতে পান। এ সময় রানা পপি আক্তারকে তার স্ত্রী এবং অন্য তিনজনকে তার শ্বশুরবাড়ির আত্মীয় বলে পরিচয় করে দেয়। বিকেলে সাংবাদিক পরিচয় দিয়ে ১০-১২ জন সেখানে যান। তারা জোর করে ইমরান ও তার বন্ধুদের একটি কক্ষে আটকে রাখে। সেখানে তাদের সঙ্গে আসামি সম্পা, সুমি ও পিয়াংকাকে বসিয়ে অসামাজিক কাজের অভিযোগ তুলে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ছবি তুলে তাদের পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকিও দেন।

এ সময় ইমরান ও তার বন্ধুরা চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাদের মারপিট করে আহত করে ও তাদের কাছে থাকা ৩১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ছাড়াও তাদের মোবাইলগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আসামি রানা পরিকল্পিতভাবে নারী দিয়ে ফাঁসানোর এ কাজটি করেছে বুঝতে পেরে ইমরান ও তার বন্ধুরা চিৎকার শুরু করে।

এ সময় পাশেই টহলরত শাহমখদুম থানা পুলিশ চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি রানাসহ অজ্ঞাতনামা ৩-৪ জন পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় নগরীর শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করে সেই মামলায় আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

বৃহত্তর নোয়াখালী নারী সংঘ ইতালির আত্মপ্রকাশ

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

১০

বাউল শিল্পীদের মারধরের ঘটনায় মামলা

১১

না ফেরার দেশে মেসিকে আর্জেন্টিনা দলে আনার মূল কারিগর

১২

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

১৩

সড়কে লাগানো ধান কেটে প্রতিবাদী পিঠা উৎসব

১৪

পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা

১৫

যা কিছু রেখে গেলেন ধর্মেন্দ্র

১৬

এবার একাত্তর ইস্যুতে যাদের বিচার চাইলেন নাসীরুদ্দীন

১৭

৭ অক্টোবরের হামলা : ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

১৮

টঙ্গী স্টেশন রোডে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক ৪

১৯

পাবনায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন

২০
X