হরিরামপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৮:০০ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্রের মাধ্যমে কোনো কিছু হতে দেব না : স্বরাষ্ট্রমন্ত্রী

নটাখোলা নবনির্মিত তদন্ত কেন্দ্র উদ্বোধনকালে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : কালবেলা
নটাখোলা নবনির্মিত তদন্ত কেন্দ্র উদ্বোধনকালে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : কালবেলা

স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যতদিন আমরা থাকব মাথা উঁচু করে থাকব। এ দেশ আমরা স্বাধীন করেছি। এ দেশে বঙ্গবন্ধুর ডাকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। যতদিন আমরা মুক্তিযোদ্ধারা থাকব, মুক্তিযোদ্ধারা বেঁচে থাকবে, ততদিন আমরা কোনো অন্যায় হতে দিব না।’

তিনি বলেন, ‘এখানে ষড়যন্ত্রের মাধ্যমে কোনো কিছু হতে দিব না। আমরা যেন বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকিত বাংলাদেশ দেখতে পারি এবং একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ হবে।’

শনিবার (২২ জুলাই) বিকেলে মানিকগঞ্জ জেলা পুলিশের আয়োজনে হরিরামপুরের লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা নবনির্মিত তদন্ত কেন্দ্র চত্বর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

হরিরামপুরের দুর্গম চরাঞ্চল লেছড়াগঞ্জে মহান মুক্তিযুদ্ধে হরিণা ক্যাম্প (হরিরামপুর সিও অফিস) ও সুতালড়ি লঞ্চ আক্রমণের ওপর নির্মিত ম্যুরাল উদ্বোধন করেন তিনি।

আরও পড়ুন : আমেরিকা কী চায় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘আমরা যেন বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকিত বাংলাদেশ দেখতে পারি, একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ হবে এই বাংলাদেশ। এ দেশের জনগণ সবাইকে চিহ্নিত করেছে। জনগণ ইতোমধ্যে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কোনো ষড়যন্ত্র এখানে কাজ হবে না। বিদেশিদের কাছে ধরনা দিয়েও কোনো লাভ হবে না। দু-এক দিনের মধ্যে টের পেয়ে যাবে, তারা জনগণ থেকে সরে গেছে।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ এমপি।

মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউর রহমান খান জানু, মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. মমিন উদ্দিনসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এ সময় চরাঞ্চলের তিনটি ইউনিয়নের জনগণের নিরাপত্তার জন্য চার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত তদন্তকেন্দ্রও উদ্বোধন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

আফগানদের কাছে হারার পর যা বললেন মিরাজ

অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

‘দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে’

রাবেতাতুল ওয়ায়েজীনের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময়

ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ডলার

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

১০

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

১১

কালবেলার সংবাদের পর স্বপ্নের রঙিন ঘরে শাহারবানু

১২

আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াত : মুজিবুর রহমান

১৩

রাজধানীতে তারেক রহমানের সাক্ষাৎকারের রেকর্ডেড ভিডিও প্রদর্শন

১৪

জবাব দিতে পিএসসিকে আলটিমেটাম

১৫

অসদাচরণের অভিযোগে বদলি চিকিৎসক দম্পতি

১৬

সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১৭

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

১৮

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

১৯

বেথ মুনির রেকর্ডে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

২০
X